আরএসএস টিউটরিয়াল পর্ব: এক

লক্ষ লক্ষ ওয়েবসাইটের ওয়েবকনটেন্টের আপটুডেট খবর রাখতে সাবধারানত আরএসএস ব্যবহার করা হয়। এটি অনেকটা ডাটাবেজের মতোই ধারনকরে রাখে ওয়েব কনটেন্টের বিশেষ অংশ যেমন- শিরোনাম,বর্ণনা,লিংক,লেখক,বিভাগ ইত্যাদি। এটা মূলত: এক্সএমএল ফাইল আকারে থাকে। আমরা এখানে আরএসএস এর টিউটরিয়ালটি কয়েকটি পর্বে ভাগ করে প্রকাশ করবো।

আরএসএস মূলত: সর্বশেষ ব্লগ/খবরের তথ্য খুব দ্রুত গতিতে ব্রাউজ করার সুবিধা দেয়।

আরএসএস ফিড সম্পর্কে ১৮ টি তথ্য এ পোস্টটিতে মূলত: নিজের সাইটের ফিড এর ব্যবহারিক দিক আলোচনা করা হয়েছে-পড়ে দেখতে পারেন। টিউটরিয়ালবিডির ভক্ত হিসেবে আমি মনে করি ফিড সাবক্রাইব করার সুবিধা নিতে ভুলবেন না। আর টিউটরিয়ালবিডির লিংকটি আপনার সাইটের কোন অংশে প্রদান করে-এগিয়ে চলার পথ সহজ করলে আমারা আরও নতুন নতুন টিউটরিয়াল নিয়ে হাজির হতে পারবো। ই-মেইলের মাধ্যমে অনেকেই টিউটিরয়াল পড়ছেন। এ পোস্ট লেখা পর্যন্ত প্রায় ৩০০+ জনকে প্রতিটি টিউটরিয়াল ই-মেইলের মাধ্যমে পাঠানো হচ্ছে। আপনি যদি ই-মেইল পাঠক হতে চান তাহলে এখানে আপনার ইমেইল আইডি দিয়ে দিন, তার পর নিজের মেইল ব্ক্স থেকে একটিভেট করে নিন। এছাড়াও টুইটারে,গুগল বাজ এবং ফেসবুকে টিউটরিয়ালবিডিকে পাবেন।

আরএসএস (RSS) কি?

১.আরএসএস মূলত: Really Simple Syndication
২. আরএসএস আপনার লেখাকে একসাথে অন্য সাইটে প্রকাশের ব্যবস্থা করে দেয়।
৩.আরএসএস সয়ংক্রিয়ভাবে আপগ্রেড হয়।
৪. বিভিন্ন সাইট থেকে দেখা যায়।

আরএসএস কেন?

আরএসএস না থাকলে ইউজারের কস্ট করে বিভিন্ন সাইটে যেতে হয় নতুন পোস্টটি জানকে। কিন্তু আরএসএস এর সুবিধা গ্রহন করলে নিজের সাইটে/ব্লগে সুন্দর করে প্রয়োজনীয় সর্বশেষ পোস্টগুলো দেখতে পারনে। এতে করে কস্ট করে বিভিন্ন সাইটে যাওয়ার দরকার হয় না।
দিন দিন আরএসএস এর প্রয়োজনীয়তা,জনপ্রিয়তা বেড়েই চলছে। প্রতিদিন সাইটের ভিজিটর পাওয়ার একটা নিষ্চয়তা তৈরী।

আরএসএস এর ইতিহাস

১৯৯৭-সালে ডেভউইনার পত্রিকার সাইটের আরএসএস জন্ম দেন।

১৯৯৯ সালে Netscape আরএসএসকে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করিয়ে দেয়।

অনেক রাত হয়েছে তাই এখন আর লিখবো না। বাকি অংশ পরের পর্বে দেখুন। ধন্যবাদ।

5 thoughts on “আরএসএস টিউটরিয়াল পর্ব: এক”

  1. ধন্যবাদ টিউট ভাই আর.এস.এস ফিড নিয়ে আপনার এই লেখাটি সবার অনেক উপকারে আসবে। ফিড নিয়ে আমার একটা প্রশ্ন আছে:

    আমি যখন ফিড নিয়ে কাজ করি মাঝে মাঝে একটা সমস্যায় পরি (তবে সব সময় না) সে টা হল: মাঝে মাঝে কিছু সাইটের বেলাতে ফিড নেয় না, ইরর মেসেজ আসে মেসেজ টা হল-

    “Your feed filesize is larger than 512K. You need to reduce its size in order for FeedBurner to process it. Tips for controlling feed file size with Blogger can be found in Tech Tips on FeedBurner Forums, our support site.”

    আমি আমার “http://cricketworldcupt-20.blogspot.com/” এই সাইটের ফিডের জন্য আবেদন করলে উপরের মেসেজ টা আসে। এখন আমার প্রশ্ন হল কেন এই মেসেজ টা আসে?
    আর বেশীর ভাগ সাইটের বেলাতে কেন আসে না। দয়া করে উত্তর জানাবে।

    ধন্যবাদ

    1. @Masud, আপনার সাইটটি পরীক্ষা করে দেখলাম,এটার ফিড তো ঠিক মতোই কাজ কাজ করছে। আমার মনে হয় আপনি http://www.feedburner.com ব্যবহার করতে পারেন। এখানে অনেকগুলো সুবিধা আছে। যেমন সয়ংক্রিয়ভাবে টুইটারে আপডেট করার ব্যবস্থা আছে। ই-মেইল সাবক্রাইবের সিস্টেম আছে। যে সব সাইটে ফিড ব্যবহার করার জন্য এক্সএমএল ফাইল নাই সে সব সাইটে ফিড ব্যবহার করা যায় না। ব্লগস্পটে আমি এ জাতীয় সমস্যায় পরি নি।
      .-= টিউটো´র শেষ পোস্ট: >>উইনডোজ সেভেনের অফিসিয়াল ওয়ালপেপার কালেকশন =-.

  2. যার ওয়েবসাইট আছে তারই আরএসএস ফিডের ব্যবস্থা করা উচিৎ বলে মনে করি। পৃথিবীর সবওয়েবসাইটের অবশ্য আরএসএস ফিডের ব্যবস্থা নাই শুধু মাত্র ব্লগ ও আরো কিছু সাইটে ফিডের ব্যবস্থা দেখা যায়। প্রয়োজনীয়তার বেপারটা এভাবে বলতে হয়-টিউটরিয়ালবিডিতে একটি পোস্ট প্রকাশ হওয়ার সাথে সাথে তা ৩০০+ লোকের কাছে ইমেইল হিসেবে চলে যায়। ২০০+ সাইট থেকে পোস্টির শিরোনাম দেখা যায়। ২০০০+টুইটার ফলোয়ারের চোখে পোস্টির লিংক সহ শিরোনাম ভেসে আসে, আর ফোসবুকের ৫০০+ জনের প্রোফাইলে দেখা যায় পোস্টির শিরোনাম। এটা সয়ংক্রিয় ভাবে কারো হাত ছাড়াই করা সম্ভব শুধু আরএসএস ফিডের সার্ভিসের মাধ্যমে। তাই যাদের ওয়েবসাইট আছে তাদেরকে অবশ্যই আরএসএস ফিডের সুবিধা থেকে নিজেকে দুরে রাখার মতো বোকামী করা উচিৎ না। আর যাদের সাইটগুলো ব্লগ নয় বা আরএএস ফিড বানায় নি তারাও চাইলে আরএসএস ফিড বানিয়ে সেটা ব্যবহার করার জন্য উৎসাহিত করতে পারে। আমার আরএসএস টিউটরিয়ালের সাথে থাকুন..ধন্যবাদ।

  3. টিউটো সয়ংক্রিয়ভাবে টুইটারে আর এস এস ফিড আপডেট করার ব্যবস্থা কি করে করব যদি একটু বলতেন।

  4. ফিডবার্ণারে লগইন করে, Publicise থেকে Socialize এ গিয়ে টুইটারে একাউন্ট একটিভ করার অপশন পাবেন। সেখানে আপনার টুইটারে একাউন্ট যুক্ত করে দিন। এর পর থেকে নতুন পোস্টগুলো ফিডবার্ণার সরাসরি টুটিটারে পাঠিয়ে দিবে। আপনাকে কষ্ট করে লিখতে হবে না টুইট । ধন্যবাদ।

Leave a Comment