১০.২ এক্সপ্রেশন (Expression)

এক্সপ্রেশন (Expression)

পি এইচ পি প্রোগ্রামিং এ অপারেটর এবং অপারেন্ড ব্যবহার করে বিভিন্ন ধরণের লজিক্যাল এবং গাণিতিক অপারেশন সম্পাদন করা হয়। মূলত অপারেটর এবং অপারেন্ড ব্যবহার করে যে লজিক্যাল, রিলেশনাল এবং গাণিতিক সম্পর্ক তৈরি করা হয় তাকেই এক্সপ্রেশন বলে। যেমন $a+$b, $a>$b, $b<$x ইত্যাদি।

স্টেটমেন্ট (Statement)

পি এইচ পি প্রোগ্রামিং এ বিভিন্ন ধরণের লজিক্যাল, রিলেশনাল এবং গাণিতিক অপারেশন সম্পাদনের মাধ্যমে প্রয়োজনীয় এবং ব্যবহার বান্ধব এপ্লিকেশন তৈরি করা হয়। প্রতিটা এপ্লিকেশন অসংখ্য স্টেটমেন্ট এর সমন্বয়ে তৈরি হয়। পি এইচ পি তে প্রতিটা সেমিকলন যুক্ত লাইনই হল স্টেটমেন্ট যার মাধ্যমে একটা বিশেষ কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করা হয়। যেমন $a+$b=$c; একটা স্টেটমেন্ট। এখানে $a এবং $b ভেরিয়েবল দুটি যোগ করে ফলাফল $c ভেরিয়েবলে জমা রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> www.tutohost.com</title>
<style>
body{background: #00cc99 ; color: #000000;}
h2{color: #663300;}
h1{color: #CC00CC;}
</style>

</head>
<body>
<?php
$a=25;
$b=35;
$c=$a+$b;
echo “( A + B ) = “.$c;
echo “<br />”;
echo ” A = “.$a;
echo “<br />”;
echo ” B = “.$b;
echo “<br />”;
if($b>$a)
{echo “The largest value is B”;}
else
{echo “The largest value is A”;}
?>
</body>

</html>

উপরের কোডটুকু একটা nptepad এ লেখার পর File মেনুতে ক্লিক করে Save as এ ক্লিক করার পর File name এ index.php দিয়ে Save as type এ All files সিলেক্ট করে Save এ ক্লিক করে Save করতে হবে। index.php ফাইলটিকে C:\xampp\htdocs অর্থাৎ htdocs ফোল্ডারের মধ্যে রাখতে হবে। এ কাজটিকে সহজে করার জন্য htdocs ফোল্ডারটিকে Shortcut করে Desktop এ রেখে দেয়া যেতে পারে। XAMPP Running অবস্থায় থাকলে index.php  ফাইলটি ব্রাউজারে দেখানোর জন্য এড্রেস বারে লেখতে হবে http://localhost/index.php । আর যদি htdocs ফোল্ডারের মধ্যে কোন নতুন ফোল্ডার যেমন site নামে একটা ফোল্ডার তৈরি করে তার মধ্যে index.php ফাইলটিকে রাখা হয় তাহলে ব্রাউজারের এড্রেস বারে লেখতে হবে http://localhost/site/index.php । তাহলে ব্রাউজারে নিচের ছবির মত দেখাবে।

  • উপরের প্রোগ্রামে ব্যবহৃত প্রতিটা সেমিকলন যুক্ত লাইন এক একটা স্টেটমেন্ট। $a+$b, $b>$a হচ্ছে এক্সপ্রেশন।

Leave a Comment