৬.৩ সিঙ্গেল লাইন মন্তব্য (Single line comment)

সিঙ্গেল লাইন মন্তব্য (Single line comment)

সাধারণত পি এইচ পি স্ক্রিপ্টে সিঙ্গেল লাইন মন্তব্যই বেশি ব্যবহার করা হয়। সিঙ্গের লাইন মন্তব্য প্রদানের জন্য প্রচলিত দুটি পদ্ধতি রয়েছে। একটিকে বলা হয় C++ স্ট্যাইল মন্তব্য আর অপরটিকে বলা হয় Shell স্ট্যাইল মন্তব্য । এই দুইটির মধ্যে C++ স্ট্যাইল মন্তব্যই বেশি ব্যবহৃত হয়। C++ স্ট্যাইল মন্তব্যের শুরুতে ডাবল স্ল্যাশ ( //)  চিহ্নটি ব্যবহার করা হয়। যেমন


<?php
echo “This is a single line comment “; // C++ style php comment
?>

এই কোডটুকু ব্রাউজারের মাধ্যমে এক্সিকিউট করলে, ডাবল স্ল্যাশ ( //)  চিহ্ন যুক্ত C++ style php comment লেখাটি ব্রাউজারে দেখাবে না।


সিঙ্গেল লাইন মন্তব্য প্রদানের ক্ষেত্রে C++ স্ট্যাইল মন্তব্য এর মতই Shell স্ট্যাইল মন্তব্যও একটি সহজ পদ্ধতি ।এ পদ্ধতিতে মন্তব্যের শুরুতে হ্যাস ( #)  চিহ্ন ব্যবহার করা হয়। যেমন

<?php
echo “This is an another example of single line comment “;
# shell style php comment
?>

এই কোডটুকু ব্রাউজারের মাধ্যমে এক্সিকিউট করলে, হ্যাস ( #) চিহ্ন যুক্ত shell style php comment লেখাটি ব্রাউজারে দেখাবে না।

মন্তব্য যুক্ত একটি পি এইচ পি প্রজেক্ট

<html>
<head>
<title> www.tutohost.com</title>
<style>
body{background:#99cc99; color: #FF3366;}
h2{color: #663300;}
h1{color: #CC00CC;}
</style>

</head>
<body>
<?php
echo “This is a single line comment “; // C++ style comment
?>
<?php
echo “<br /> “; // make a line break.
?>
<?php
echo “This is an another example of single line comment “;
# shell style comment
?>
<?php
echo “<br /> “; # make a line break.
?>
<?php
echo “<h1>We are learning PHP</h1>”; // Display a message in browser.
echo “<br />”; # make a line break.
echo “<h2>Welcome to www.tutorialbd.com.</h2>”;
?>
<h1> A simple math.</h1>
<h2>
X=30, Y=15, Z=X-Y=?
</h2>
Z=
<?php
$a=30; // a is a variable. Its value is 30.
$b=15; // b is a variable. Its value is 15.
$c=$a-$b; # The result of a and b (15) will store in c.
echo $c; # 15 Will display in the browser.
?>
</body>

</html>

উপরের কোডটুকু একটা nptepad এ লেখার পর File মেনুতে ক্লিক করে Save as এ ক্লিক করার পর File name এ index.php দিয়ে Save as type এ All files সিলেক্ট করে Save এ ক্লিক করে Save করতে হবে। index.php ফাইলটিকে C:\xampp\htdocs অর্থাৎ htdocs ফোল্ডারের মধ্যে রাখতে হবে। এ কাজটিকে সহজে করার জন্য htdocs ফোল্ডারটিকে Shortcut করে Desktop এ রেখে দেয়া যেতে পারে। XAMPP Running অবস্থায় থাকলে index.php  ফাইলটি ব্রাউজারে দেখানোর জন্য এড্রেস বারে লেখতে হবে http://localhost/index.php । আর যদি htdocs ফোল্ডারের মধ্যে কোন নতুন ফোল্ডার যেমন site নামে একটা ফোল্ডার তৈরি করে তার মধ্যে index.php ফাইলটিকে রাখা হয় তাহলে ব্রাউজারের এড্রেস বারে লেখতে হবে http://localhost/site/index.php । তাহলে ব্রাউজারে নিচের ছবির মত দেখাবে।

  • কোন লাইনে ডাবল স্ল্যাস (//) এবং হ্যাস (#) চিহ্ন এর পরের অংশ মন্তব্য হওয়ায় তা ব্রাউজারে প্রদর্শিত হচ্ছে না ।

Leave a Comment