১.১ পি এইচ পি কি?

পি এইচ পি (PHP) কে বলা হয় হাইপারটেক্সট প্রিপ্রসেসর (Hypertext Preprocessor) । পি এইচ পি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইহা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবেও অধিক পরিচিত। ডাইনামিক এবং ইন্ট্রাকটিভ ওয়েব সাইট তৈরির ক্ষেত্রে পি এইচ পি একটা শক্তিশালি ল্যাঙ্গুয়েজ। ইহা ওপেন সোর্স জেনারেল পারপোজ স্ক্রিপ্টিং ল্যঙ্গুয়েজ হওয়ায় ওয়েব প্রোগ্রামারদের কাছে অধিক জনপ্রিয়। এছাড়া পি এইচপি ওয়েবে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে। পি এইচ পি কে এইচ টি এম এল (HTML) এর সাথেও ব্যবহার করা যায়। ওয়ার্ডপ্রেস জুমলা সহ বেশ কিছু এডভান্সড ওপেনসোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) পি এইচ পি দ্বারা তৈরি। পি এইচ পি ব্যবহার করে কাস্টম কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা যায়। এছাড়া ই-কমার্স, ম্যানেজমেন্ট, অনলাইন ব্যাংকিং সফটওয়্যার ইত্যাদি তৈরিতেও পি এইচ পি ব্যাপকভাবে ব্যবহুত হচ্ছে।

পি এইচ পি এবং এইচ টি এম এল দ্বারা লেখা একটি প্রোগ্রাম

[sourcecode language=”php”]
<html>
<head>
<title>www.tutorialbd.com</title>
<style>
body{background:#FFC;}
h2{color:#F03;}
h1{color:#C60;}
</style>
</head>
<body>
<?php
echo “<h1>We are learning PHP</h1>”;
echo “<br />”;
echo “<h2>Welcome to www.tutorialbd.com.</h2>”;
?>
</body>
</html>
[/sourcecode]


অন্যান্য পি এইচ পি বাংলা টিউটোরিয়াল সমূহ:

Leave a Comment