.htaccess পরিচিতিঃ পর্ব-এক

.htaccess নামের ফাইলটি এপাচি ওয়েবসারভারের কনফিগারেশন ফাইল বলা যেতে পারে। নির্দিষ্ট কোডের মাধ্যমে ডিরেক্টরির বিভিন্ন নির্দেশনা দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি ব্যবহার দেখা যায় রিডাইরেক্ট করার জন্য। নির্দিষ্ট ফরমেটে কোন ডিরেক্টরীর সব লিংকই রিডাইরেক্ট করতে পারবেন। আবার কোন ডিরেক্টরী পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে চাইলে তাও করা যাবে। কোন ডিরেক্টরী লিস্ট না দেখাতে চাইলে তাও করা যায়। আমি বেশ পরিচিত কিছু .htaccesss কমান্ড আলোচনা করবো।
.htaccesss একটি ফাইলের নাম। এটি কোন এক্সটেনশন না। যে কোন টেক্স ইডিটর দিয়ে আপনি এই ফাইল ইডিট করতে পারবেন।

উল্লেখ্য

  • আপনার এই ফাইলটি কাজ না করলে ফাইল পারমিশন দেখে নিন। 0755 অনুমোদন সেট করুন।
  • অনেক হোস্টিং প্রতিষ্ঠান .htaccesss নিয়ে কাজ করা বন্ধও রাখতে পারে। সে ক্ষেত্রে হোস্টিং প্রভাইডারের সাথে যোগাযোগ করুন।
  • অনেক সময় এই ফাইল হাইড করাও থাকতে পারে। কমান্ড দিয়ে ইডিট করে নিন।

Leave a Comment