এন্ড্রয়েড নির্মাতার ফোন এসেনসিয়াল আসছে

এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম নির্মাতা এন্ডি রুবিন অনেক দিন গুগলের হয়ে এন্ড্রয়েডের উন্নয়নের কাজ করে গেলেও এখন তিনি নতুনভাবে সবার সামনে আসছেন। প্রতিষ্ঠা করেছেন এসেনসিয়াল এবং প্রথম পন্য হিসেবে তিনি নিয়ে আসছেন এসেনসিয়াল ফোন।

এই ফোনটি সম্পর্কে এক কথায় আমরা যা যা যানতে পারিঃ

  • ফোনের স্ক্রিণ একেবারে কিনারা ঘেষা হবে।
  • বাহিরের অংশ টাইটেনিয়াম ও সিরামিক দিয়ে গড়া। এটি স্পশে এলুমিনিয়াম প্রলেপের চেয়ে সুন্দর অনুভুতি হবে।
  • বিল্ডইন ১২৮ মেগাবাইট মেমরী এবং ৪গিগাবাইট র‌্যামের ফোন এটি। Qualcomm 835 প্রসেসরে চলবে এটি।
  • সামনের ক্যামেরাটিই ৮ মেগাপিক্সেলের এবং পেছনের ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলে যা 4K ভিডিও রেকর্ড করতে পারবে।
  • ফোনটির আরেকটি চমৎকার বৈশিষ্ট হলো এটিতে ম্যাগনেটিক কানেক্টর থাকবে যার মাধ্যমে ৩৬০ ডিগ্রি ছবি/ভিডিও ধারনের জন্য আলাদা ক্যামেরা লাগানোর ব্যবস্থা থাকবে।
  • এটিতে কোন হেডফোন জ্যাক থাকবে না। তাই ব্লুটুথ জ্যাকের ব্যবহার করতে হবে।
  • এনড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি।


এন্ড্রি রুবিনের গুগল হোম এবং আলেক্সা এসিস্টেন্টের মতো এসেনসিয়াল ইকো নিয়ে আসছে যার সাথে ফোনের যোগাযোগ থাকবে। ইকো চলবে রুবিনের এমবিয়েন্ট ওএস এ।

Leave a Comment