ডিএনএস জোন ফাইল এর বিভিন্ন অংশের বর্ণনা(১)

ডিএনএস এর জোনফাইলটি সম্পর্কে একটু বর্ণনা করতে হবে। অনেকে অনেক ওয়েবসাইট হোস্ট করা সত্ত্বেও ডিএনএস এর জোনফাইলটি সম্পর্কে তেমন কিছু জানেন না। মূলতঃ ডিএনএস সারভার কনফিগার করার সময়ই জোনফাইলটি তৈরী হয়। এর কয়েকটি আংশ রয়েছে।

এই টিউটোরিয়ালটি পড়ার আগে অবশ্যই ডিএনএস কি? এবং ডিএনএস কিভাবে কাজ করে তা জেনে নিবেন।

তা আলাদা করে নিজের চিত্রে দেখানো হলোঃ

প্রথমে বলিরাখি. জোন ফাইলটি একটি টেক্সট ফাইল। এই ফাইলের রেকর্ডগুলো লিনাক্স অপারেটিং সিস্টমে named.conf নামক ফাইলে অবস্থিত। আর এই ফাইলের তথ্যগুলো সারা বিশ্বে দেখার জন্য উম্মুক্ত। আমরা যে কোন ওয়েবসাইটের জোনফাইলের তথ্যগুলো who.is সাইট থেকে ডোমেইনটি সার্চ করে জেনে নিতে পারি।

এক. SOA রেকর্ড

SOA (Start of Authority) রেকর্ডেrর মাধ্যমে এই জোনের উপরের ধাপের ডিএনএস সারভার কে তা জানা যাবে। আর এডমিনের মেইল আইডিও থাকবে এখানে। এসওএ রেকর্ডের মাধ্যমে আমরা যে সব তথ্য জেনে থাকিঃ

  • প্রাইমারি ডোমেইনের প্রাইমারী নেমসারভার
  • ডোমেইনের/ডিএনএস সারভারের জন্য দায়িত্বপ্রাপ্তের মেইল।
  • ডোমেইনটি কবে আপডেট করা হয়েছে।
  • কত সময় (সেকেন্ড) পর এটি রিফ্রেস হবে।

দুই. NS রেকর্ড

ডোমেইন কেনার পর এটিকে সারভারের সাথে যুক্ত করার জন্য নেমসারভার যোগ করতে হয়। এই নেম সারভারের মাধ্যমেই ডোমেইনটি হোস্টিং সারভারকে চিনে নেয়। আপনি যখন ওয়েব হোস্টিং সারভার কিনবেন তখন সেই সারভার এডমিন আপনাকে তাদের নেমসারভার দিবে। এটি NS রেকর্ড। আর তাই আপনি এই হোস্টিং সারভারের ডিএন্স সার্ভিসে যুক্ত হয়ে গেছেন।

IN     NS     dns1.example.com

এই ফরমেটে থাকে। একাধিন ডিএনএস সারভার থাকতে পারে যাতে দ্রুত কাজ করে বা একটি সারভার ডাউন থাকলে আরেকটি সার্ভিস দিয়ে যেতে পারে।

আপনি যদি আপনার ওয়েব হোস্টিং পরিবর্তন করতে চান তখন কি করবেন? আপনার ওয়েবসাইটের সব ফাইল এবং ডাটাবেজ নতুন সারভারে নিয়ে যাবেন। আর সেই সারভার আপনকে নতুন যে NS

Leave a Comment