প্রাকৃতিক ও প্রানী জগতের ছবি তোলার পদ্ধতি নিয়ে আলোচনা


প্রায় ১১৫ বছর ধরে প্রাকৃতিক দৃশ্যের ছবিই ফটোগ্রাফীর মৌলিক উপাদান। প্রাকৃতিক দৃশ্য ও প্রনীজগতের ছবি তোলার অভিজ্ঞতা আরও রোমান্টিক । almost primeval এর মতে But more than that, the experience of taking photography of wildlife is one of the most thrilling forms of the craft. There is something deeply compelling.

এখানে প্রাকৃতিক ছবিগুলো তোলার ব্যাপরে যে সবআলোচনা করা হবে তা হলোঃ

  • ১. কাছ আসা এবং স্থিরতা বজায় রেখে ছবি তোলা
  • ২. ছবি তোলার ব্যপারে আগে থেকেই চর্চা করা
  • ৩. বিষয়বস্তু সম্পর্কে ভালভাবে ধারণা করা
  • ৪. রোমান্টিক ও একশন সমৃদ্ধ ছবি তোলা

১. কাছে আসা এবং স্থিরতা বজায় রেখে ছবি তোলা

বহু বছর আগে থেকেই আমরা যেহেতু বণ্যপ্রাণী শিকার করতে এবং খাদ্য হিসেবে পেতা আগ্রহী তাই বণ্য প্রাণীরা আমাদের ভয় পায়। মানুষ দেখলে কাছে আসতে চায় না। কিন্তু ভাল ছবি তুলতে হলে কাছে যেতে হবে। অনেকেই গাড়ীর ভিতরে থকে ছবি তুলে থাকে। গাড়ীতে অবশ্য ক্যামেরাটিকে স্থির রাখা কস্টকর। এ ক্ষেত্রে জানালা খুবই সহকারী হতে পারে। কিছু ক্লিপ ও পাইপের মাধ্যমে (ক্যামেরার সাথেও অনেক সময় থাকে) জানালার সাথে ক্যামেরাটিকে আটকাতে পারলে ভাল হয়। নিচে নেমে ছবি তুললে অবজেক্টটির সাথে তাল মিলিয়ে নিজের অবস্থান তৈরী করে নিতে পারেন।

২. ছবি তোলার ব্যপারে আগে থেকেই চর্চা করা

ভ্রমনের প্রাকৃতিক দৃশ্যের ছবি তোলার আগে আপনার বাড়ীর আসে পাসের ছবিগুলো তুলে নিতে পারেন। বাড়ীর পাসে হয়তো ভাল কোন বণ্যপ্রাণী নাও পেতে পারেন, সেক্ষেত্রে কুকুর,কাক,পরিচিত পাখি ইত্যাদির ছবি তুলেও চর্চা করতে পারেন।

৩. বিষয়বস্তুকে অনুধাবন করা

অনেকই বাড়ীর আসে পাসের কোন ভাল পরিবেশ, পার্ক ইত্যাদিতে ঘুরে বেড়াতে পছন্দ করেন। কোন একটি ছবির ভেতর অনেক কথা লুকায়িত থাকতে থাকতে পারে। বিষয়বস্তু সমৃদ্ধ প্রাকৃতিক ছবিগুলো অনেক মার্জিত ও গুরুত্বপূর্ণ মনে হয়। ছবি যে বিষয়টিকে গুরুত্ব দিবেন সে বিষয় বাদে বাকি অংশ অনেকে ব্লার (ঝাপসা ) করে রাখে।

৪. রোমান্টিক ও একশন সমৃদ্ধ ছবি তোলা

বণ্য প্রনীর জীবন ধারার মধ্যে বিভিন্ন পর্যায় রয়েছে-কখনো ওরা শিকার ধরে, কখনো নিজেরা ঝগড়া ঝাটি বা যুদ্ধ করে কখনো অবসন্ন হয়ে স্থির হয়ে থাকে কখনো কখনো আরও কিছু দৃশ্যের অবতারনা হতে পারে যা আমরা জ

মূল লেখক: Jeremy Tolbert

2 thoughts on “প্রাকৃতিক ও প্রানী জগতের ছবি তোলার পদ্ধতি নিয়ে আলোচনা”

  1. শুভ্র চৌধুরী

    আপনার এই পোষ্টটি আমার ভাল লাগলো কারন এই ধরনের পোষ্ট বাংলাতে তেমন এটা নেই। ছবি তোলা আমার সখ কিন্তু ছবি তোলার কিছু কারিগরি ব্যপার থাকে যে গুলি আমার জানা নেই। আশা করি পরবর্তী পোষ্টে কিছু জানতে পাব। ধন্যবাদ আপনাকে।

Leave a Comment