২০ টি ধুয়া ফটোগ্রাফি এবং কিছু টিউটরিয়াল কালেকশন

অনেকসময় ধুম্র জালে আমরা আটকে যাই শীতের সময়। আগুন থেকে উপচে পড়া ধুম্র জাল আমাদের মনে অনেক কল্পনা তৈরী করে। ধুয়াটি পরিচিত কোন একটি আকৃতির মতো মনে হতে পারে। ফটোগ্রাফার যেটা ক্যামেরায় বন্দি করতে পারে না সেরকম ধুয়া দিয়ে আলো ছায়ার খেলার কিছু উদাহরন টানছি এখানে।

মূলত: ফটোশপের সূক্ষ কাজের ফলাফল এ ছবিগুলো।

ধুয়া ফটোগ্রাফি

Smoke Art

Smoke Art

Smoke Art

Smoke Art

Smoke Art

Smoke Art

Smoke Art

Smoke Art

Smoke Art

Smoke Art

Smoke Art

Smoke Art

Smoke Art

Smoke Art

Smoke Art

Smoke Art

Smoke Art

Smoke Art

Smoke Art

Smoke Art

ফটোশপে ধুয়ার কাজের উপর টিউটরিয়াল

কিভাবে তৈরী হলো এ ফটোগ্রাফী তার আইডিয়া পাবেন এ টিউটরিয়ালগুলোতে। নেটের স্পিড ভাল থাকলে দেখুন ভিমো থেকে এমবেড করা টিউটরিয়ালগুলো ।

Smoke: Photoshop Tutorial from Kurt Zenisek on Vimeo.

Create Smoke in Photoshop – Video Experiment 2 from fabio sasso on Vimeo.

Digital Smoke in Photoshop from godonholiday on Vimeo.

10Steps.SG Tutorial – Smoke Fading Effect from Johnson Koh on Vimeo.

আমি কেবল অনুবাদক ও সংগ্রহকারী । মূল লেখাটি এবং ছবিগুলো বিভিন্ন জায়গা  থেকে নেয়া।

7 thoughts on “২০ টি ধুয়া ফটোগ্রাফি এবং কিছু টিউটরিয়াল কালেকশন”

  1. Yousuf, Birganj

    আপনার লেখা পড়ে খুব ভাল লাগলো। মনে হচ্ছে একটি মারাত্মক সমস্যার হাত থেকে রক্ষা পাবো। আপনি একজন ভাল গ্রাফিক্স ডিজাইনার সন্দেহ নাই। আমি একটি সমস্যায় পড়েছি। যদি সমস্যাটা কেউ সমাধান করে দেন তাহলে খুব উপকৃত হবো। সমস্যাটা হচ্ছে, আমি ইলাসট্রেটরে প্রেসের কাজ করি। আমার এইচপি ১২০০ মডেলের একটি লেজার প্রিন্টার আছে। যখন বড় পোষ্টার ২ ট্রেসিং এ প্রিন্ট দেই তখন ট্রেসিং সামান্য ছোটবড় হয়ে যায়। কোনভাবেই ট্রেসিং সমান হয় না। কেন হয়না, কি করলে ট্রেসিং সমান হবে, কেউ কি কষ্ট করে এর সমাধান দিবেন?

    1. সাদাত হাসান

      @Yousuf, Birganj, এটা ১২০০ প্রিন্টারের সমস্যা। কোন ভাবেই ঠিক করা সম্ভব না। আমি ৮ বছর ধরে ব্যবহার করছি কিন্তু কোন সমাধান পায় নাই। এখন এইচপির ২০১৫ ব্যবহার করছি এটা দিয়ে ট্রেসিং-এ চার কালার কাজও করা যায়। একটুও ট্রেসিং বাড়ে অথবা কমে না। কিন্তু এইচপি ১২০০ প্রিন্টার টা জটিল একটা প্রিন্টার এর প্রিন্ট গুলার ডিপনেস অন্য কোন প্রিন্টারে পাই নাই যে টা প্রেসের কাজের জন্য খুবই জরুরী।

  2. Wow, amazing blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your site is excellent, let alone the content!. Thanks For Your article about ২০ টি ধুয়া ফটোগ্রাফি এবং কিছু টিউটরিয়াল কালেকশন | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment