ফটোগ্রাফার হিসেবে আপনার অধিকার

আগের একটি লেখায় প্রাকৃতিক ও প্রানী জগতের ছবি তোলার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে।

ফটোগ্রাফাররা বিভিন্ন জায়গায় ছবিতুলতে বেশ কিছু ঝামেলায় পড়ে। অনেকে প্রশ্ন বিদ্ধ করে,ছবি তোলা নিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়নি এমন ফটোগ্রাফার নেই বললেই চলে। এখানে ফটোগ্রাফারের অধিকার ও আচরণ নিয়ে আলোচনা করা হলো। আগের একটি লেখায়

যে সব বিষয়ে আলোকপাত করা হবে তা হলো:

  • ১. কোথায় এবং কিসের ছবি তুলতে পারবো?
  • ২. জনসাধারনের প্রশ্নের জবাব দেয়ার পদ্ধতি
  • ৩.আমার তোলা ছবি প্রকাশ করবো কোথায়?
  • ৪.মডেল রিলিজ সম্পর্কিত আইডিয়া

কোথায় এবং কিসের ছবি তুলতে পারবো?

সহজ ভাবে প্রশ্নটির উত্তর হলো জন সাধারনের জন্য উম্মুক্ত প্রায় সব কিছুর ছবি তুলতে পারবেন। তবে ছবি কোথায় এবং কিভাবে প্রকাশ করবেন তার উপর বিধি নিষেধ আছে। সাধারন পার্ক, কারো ব্যক্তিগত বাগান, রাস্তা ঘাট, ব্রিজ ইত্যাদির ছবি তুলতে কোন বাধা নেই। মূলত: কেউ বাধা না দেয়া পর্যন্ত এসব জায়গার ছবি তুলতে কোন আসুবিধা নেই।
তবে, সেনাসদর, এটিএম বুথ, রেস্ট হাউজ, সাজ সজ্জার জায়গা ইত্যাদি যেখানে ব্যক্তিগত প্রাইভেসি নষ্ট হয় সেখানের ছবি তোলা যাবে না।

জনসাধারনের প্রশ্নের জবাব দেয়ার পদ্ধতি

আপনি ছবি তুলতে চাইলে খুব সহজেই আপনাকে প্রশ্ন করাতে সুযোগ লোকজন। আইন প্রয়োগকারী সংস্থ বা সাধারন লোকজন আপনাকে ছবি তুলতে নিষেধ করতে পারে। সন্ত্রাসবাদ বা অন্যকোন কারন দিখিয়ে বলতে পারে এখানে ছবি তুলতে পারবেন না, যদিও এখানে আপনার ছবি তোলার অধিকার আছে।
প্রাথমিকভাবে আপনি শান্ত থাকুন এবং আপনি কেন ছবি তুলবেন তার বর্ণনা তাদের দেয়ার দরকার নেই। পরিবেশ বেশি খারাপ নাহলে ছবি তুলতে পারেন। এবং বলতে পারেন-এখানে ছবি তোলার অধিকার আপনার আছে।
আপনার ক্যামেরা,মেমরীকার্ড তাদেরকে দিবেন না এবং কোন ছবি মুছে ফেলতে বললে তা করবেন না, যতক্ষন না আপনাকে আইনপ্রয়োগকারী সংস্থা কতৃক বলা হয়। আপনার পরিচয় জানতে চাইলে তাদের পরিচয় আগে জেনে নিন এবং তাদের এট জানতে চাওয়ার অধিকার আছে কিনা তা অবহিত করুন।

কোথায় এবং কিভাবে ছবি প্রকাশ করা হবে?

ছবি প্রকাশের অধিকারের ব্যপারে যখনি প্রশ্ন তোলা হয় তখনই অর্থনৈতিক সম্পর্কের ব্যাপারটা কাছে চলে আসে। অধিকাংশ দেশেই কোন লিগাল রিলিজ ছাড়াই ছবি প্রকাশ করা যায়।
কোন মডেলে ছবি, কোন আর্টওয়ার্ক বা কোন শিল্পীর কাজের সট তুলে প্রকাশ করতে চাইলে অনুমোদনের ব্যাপারটি অবশ্যই খেয়াল রাখতে হবে।

মডেল রিলিজ সম্পর্কে

নিচে মডেল রিলিজের দুটি উদাহরন দেয়া হলো। এভাবে মডেল রিলিজ তৈরী করে অনুমোদনের মাধ্যমে ছবি প্রকাশ করা যেতে পারে।

মডেল রিলিজ সেম্পল-১

মডেল রিলিজ সেম্পল-২

মূল: Fredrik

3 thoughts on “ফটোগ্রাফার হিসেবে আপনার অধিকার”

  1. আমার নাম বাবু আমি ছবি তোলতে ভাল লাগে কিন্তু আমার ক্যামেরা কিনার অর্থ নাই।আমি যদি কেও সাথে কাজ করার সুযোগ পাই তবে কাজ করব।ফটোগ্রাফি আমার খুব পছন্দ ।আমার বয়স ২৩.

  2. Pingback: দ্রুত পাঠ:ফটোগ্রাফারের প্রিয় ৬টি ওয়েবসাইট | বাংলার আলো

Leave a Comment