বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল পর্ব-১

বুটস্ট্যাপ (bootstrap) কি?

বুটস্ট্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এইচটিএমএল, সিএসএস ও জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। বিভিন্ন ধরনের কম্পিউটার ও মোবাইল ডিভাইজে ওয়েবসাইটটি যাতে সুন্দরভাবে দেখা যায় সেই ব্যবস্থা তথা রেসপনসিভ হতে হবে। বুস্ট্র্যাপ মূলতঃ সেই ব্যবস্থাই করে দেয়। সহজ কথায়

  • বুটস্ট্র্যাপ দ্রুত গতির ফ্রন্টইন্ড ফ্রেমওয়ার্ক।
  • এতে এইচটিএমএল ও সিএসএস ভিত্তিক টাইপোগ্রাফী, ফরম, বাটন,টেবিল, নেভিগেশন, ছবিসহ অন্যান্য ইলিমেন্টকে রেসপন্সিভ করে।
  • দিয়ে সহজে রেসপন্সিভ ওয়েবসাইট বানানো যায়।

রেসপনসিভ ওয়েব ডিজাইন কি?

কোন ওয়েবসাইট বিভিন্ন ডিভাইজ যেমন-ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইল অথবা অনেক বড় স্ক্রনে দেখা হতে পারে। বা বিভিন্ন রেজুলেশনেও দেখা যেতে পারে। এ জন্যই এমনভাবে ডিজাইন করতে হবে যেন বিভিন্ন ডিভাইজে বিভিন্নভাবে ওয়েবসাইটটি দেখা যায় এবং ভিউয়ার সহজেই ব্রাউজ করতে পারে।

একসময় মোবাইলের জন্য ভিন্ন একটি ওয়েবসাইট বানানো হতো যাতে অল্প কিছু ফিচার যুক্ত থাকতো। ইদানিং ভিন্ন ওয়েবসইট না বানিয়ে বরং রেসপন্সিভ ডিজইন করা হচ্ছে।

 

 

Leave a Comment