বুটস্ট্র্যাপ ইতিহাস

বুটস্ট্র্যাপ টুইটারের জন্য ডেভলপ করা হয়। ২০১১ সালে টুইটার ইন্জিনিয়ার টিম একটি ফ্রেমওয়ার্ক বানায় । মার্ক অটো ( Mark Otto)এবং জ্যাকব থরটন (Jacob Thorton) বুটস্ট্র্যাপ তৈরীর মূল হোতা। এটি পরবর্তিতো সর্বসাধারনের জন্য উম্মুক্ত করে দেওয়া হয় এবং গিটহাবে আপলোড করা হয়। কয়েক মাসের মধ্যে হাজার হাজার ডেভলপার যুক্ত হয়ে এটি আরো উন্নত হয়ে ওঠে। এটি গিটহাবের সবচেয়ে জনপ্রিয় প্রোজেক্টে পরিন্ত হয়।

কেন বুটস্ট্র্যাপ ব্যবহার করবেন?

  • সহজে ব্যবহার করা যায়।
  • রেসপনসিভ ফিচারঃ CSS সহজেই ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল, ট্যাবের জন্য পরিবর্তিত হয়।
  • মোবাইল ফাস্ট ।
  • মোটামুটি সব ব্রাউজারেই (ক্রোম,সাফারী, ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়রফক্স, অপেরা) সাপোর্ট করে।

কিভাবে ব্যবহার করবেন?

ডাউনলোড করে

getbootstrap.com এ গিয়ে ডাউনলোড করে এটি আপনার হোস্টিং এ আপলোড করে ব্যবহার করতে পারেন। bootstrap.js এবং bootstrap.css ফাইল পাবেন। এদুটি অন্যান্য সিএসএস ও জাভাস্ক্রিপ্ট ফাইলের মতো করে কল করে ব্যবহার করতে পারেন।

সিডিএন

নিচের কোডগুলো আপনার ওয়েবসাইটের <head></head> এর ভিতরে পেস্ট করতে পারেন। তাহলেও হয়ে যাবে।

<!– Latest compiled and minified CSS –>
<link rel=”stylesheet” href=”https://maxcdn.bootstrapcdn.com/bootstrap/3.3.7/css/bootstrap.min.css”><!– jQuery library –>
<script src=”https://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js”></script><!– Latest compiled JavaScript –>
<script src=”https://maxcdn.bootstrapcdn.com/bootstrap/3.3.7/js/bootstrap.min.js”></script>

 

 

Leave a Comment