দেখুন মহাবিশ্বের ২০টি মহাকাব্যিক ছবি!

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ছবি ব্লগে আপনাদের স্বাগতম। আজকেও শেয়ার করব মহাশূন্য থেকে তোলা পৃথিবীর ছবি। আজকের ছবিগুলো তুলেছেন নভচারী ফটোগ্রাফার ক্রিস হেডফিল্ড

তো চলুন দেখি-

Antipodes দ্বীপসমূহ –

antipods
ছবিটি এপ্রিলের ৭ তারিখে তোলা। Antipodes দ্বীপসমূহকে দূর থেকে মনে হচ্ছে দ্বীপ নয় যেন একটা দ্বীপের পতাকা !

ইস্তাম্বুল, তুর্কি

Istanbul
তুর্কির শহর ইস্তাম্বুলের রাতের দৃশ্য। এপ্রিলের ৭ তারিখে তোলা।
নিউ ইয়র্ক শহর

NYC
নিউ ইয়র্ক শহরের সকাল বেলার দৃশ্য। ম্যানহাটনকে ছায়ার মত দেখাচ্ছে। এপ্রিলের ৬ তারিখে তোলা।
নিউ জিল্যান্ড
NewZ
নিউ জিল্যান্ড এর ছবি এপ্রিলের ৩ তারিখে তোলা।
 ফোগো,কেপ ভারডি

Volcano
ফোগো,কেপ ভারডি আটলান্টিকের সবচেয়ে উচু পিক। এপ্রিলের ২ তারিখে তোলা।
প্যাসিফিক এর নামহীন দ্বীপ

Island
প্যাসিফিক এর নামহীন এক দ্বীপ । এপ্রিলের ২ তারিখে তোলা।
চাঁদের উদয়ন

Soyuz
ভোরে চাঁদের উদয়ন এর দৃশ্য। মার্চের ২৯ তারিখে তোলা।
ঝড়

Storm
মহাশূন্য থেকে  ঝড়ের ঘুর্নায়ন। মার্চের ২৫ তারিখে তোলা।
নিউফন্ডল্যান্ড, কানাডা

Gyre
কানাডার নিউফন্ডল্যান্ডে বরফ জমার দৃশ্য। মার্চের ২২ তারিখে তোলা।
দুবাই

Dubai
মহাশূন্য থেকে দুবাই

কালকান, তুর্কি

turkey
কম্যান্ডার হেদফিল্ড ছবিটি সম্পর্কে শুধু একটি মন্তব্য করেন এবং তা হল : “!” । ছবিটি মার্চের ৯ তারিখে তোলা।

কলকাতা, ভারত

india
ছবিটিতে ভারতের কলকাতার হোগলি নদী দেখা যাচ্ছে। ছবিটি মার্চের ৫ তারিখে তোলা।

স্পেস ড্রাগনের জন্য অপেক্ষা

Arm
ছবিটি মার্চের ৩ তারিখে তোলা।

Pyongyang, নর্থ কুরিয়া
northkorea
“Pyongyang, নর্থ কুরিয়ার ছবি। ছবিটি ফেব্রুয়ারীর ২৮ তারিখে তোলা।

ইসরায়েল এবং মিশরের মাঝের বর্ডার

israel
মহাশুন্য থেকে ইসরায়েল এবং মিশরের মাঝের বর্ডার  দেখা যাচ্ছে , ছবিটি জানুয়ারীর ১৮ তারিখে তোলা ।

শুন্য অভিকর্ষ বাবল

Bubble
ফেব্রুয়ারীর ১৩ তারিখে তোলা ছবি।

Ouadane, Mauritania

richat1

ছবিটি জানুয়ারীর ১৮ তারিখে তোলা ।

দক্ষিণ আফ্রিকা

Fault

Soyuz নির্গমন

bye

হোমস, সিরিয়া

syria

কেমন লাগলো ছবিগুলো? কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেয।

Leave a Comment