এসইও টিউটোরিয়াল:: সোশ্যাল বুকমার্ক [পর্ব-১২]

আমরা গত পর্বে কিভাবে ফোরাম পোস্টিং করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছি । আজ আমরা আলোচনা করব সোশ্যাল বুকমার্ক নিয়ে ।

সোশ্যাল বুকমার্ক হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সাইটের বিভিন্ন কন্টেন্ট এর লিঙ্ক যেকোনো সোশ্যাল বুকমার্কিং সাইট (যেমন; dig, delicious ইত্যাদি) এ প্রকাশ করে সাইটের ভিজিটর বাড়ানো । এক্ষেত্রে, আপনার সাইটের কোন পোষ্ট কিংবা অন্য কোন কন্টেন্ট এর লিঙ্ক সোশ্যাল বুকমার্কিং সাইটে এ শেয়ার করবেন এবং আপনি সেই সাইটের কিছু সংখ্যক ভিজিটর পাবেন । এছাড়া, প্রতিটি বুকমার্ক শেয়ার করার মাধ্যমে সাইটের জন্য ব্যাকলিঙ্ক তৈরি হয় । সোশ্যাল বুকমার্কিং পদ্ধতি অনেকটা ফোরাম পোস্টিং এর কাজের মতই ।

সোশ্যাল বুকমার্কিং নিয়ে কাজ করার জন্য প্রথমে সোশ্যাল বুকমার্কিং সাইট খুঁজে বের করুন । এক্ষেত্রে সোশ্যাল বুকমার্কিং সাইটের পেইজর‌্যাঙ্ক এর দিকে নজর দিন । সাইটের পেইজর‌্যাঙ্ক যদি ৫-১০ এর মধ্যে হয় তাহলে সেখানে বুকমার্ক করুন । কিভাবে পেইজর‌্যাঙ্ক চেক করবেন তা পূর্ববর্তী টিউটোরিয়াল এ আলোচনা করা হয়েছে ।

  1. প্রথমে আপনাকে সোশ্যাল বুকমার্কিং সাইট এ নিবন্ধন করতে হবে ।
  2. নিবন্ধন করার পর ‘Submit Link/Submit Story’ এ ক্লিক করুন ।
  3. এরপর যথাযথভাবে সাইটের লিঙ্ক, বিষয়, কিওয়ার্ড, ট্যাগ, বর্ণনা এবং ক্যাপচা পূরণ করুন ।
  4. এবং সবশেষে সাবমিট করুন ।

কিছু সোশ্যাল বুকমার্কিং সাইট এর তালিকাঃ

www.twitter.com

www.digg.com

www.delicious.com

www.pinterest.com

www.reddit.com

www.fark.com

এছাড়া, আরও সোশ্যাল বুকমার্কিং সাইটের তালিকা পাওয়ার জন্য এই লিঙ্ক এ ক্লিক করুন ।

না বুঝলে কমেন্টে জানান ।

-ধন্যবাদ সবাইকে ।

পরবর্তী টিউটোরিয়ালঃ কিভাবে সাইটের ভিজিটর বাড়াবেন?

1 thought on “এসইও টিউটোরিয়াল:: সোশ্যাল বুকমার্ক [পর্ব-১২]”

Leave a Comment