এসইও টিউটোরিয়াল:: ভিজিটর বাড়ানোর কৌশল (১ম অংশ) [পর্ব-১৩]

ভিজিটর-ই হচ্ছে ওয়েব সাইটের প্রাণ । অর্থাৎ, ভিজিটর ছাড়া সাইটের কোন দাম নেই । অর্থাৎ, আপনি একটি ভাল মানের সাইট তৈরি করলেন কিন্তু তাতে আশানুরূপ ভিজিটর পেলেন না তখন কি করবেন? আজকের পোস্ট এ আমরা জানবো কিভাবে সাইটের ভিজিটর বাড়ানো সম্ভব ।

সাইটের ভিজিটর বাড়াতে যে কাজ গুলো করা উচিত;

  • আপনার ওয়েবসাইটের ওয়েব পেইজগুলো নিয়মিত আপডেট করুন ।
  • সাইটের প্রত্যেকটি পেইজ এ মেটাট্যাগ ব্যবহার করুন । এতে, সাইট সার্চ ইঞ্জিন এ দ্রুত সাবমিট হবে ।
  • ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে সাইটের পেইজ লোড এর সময় এর দিকে নজর দিন । এক্ষেত্রে, সাইটটের পেইজগুলো যেন দ্রুত লোড হয় সেদিকে খেয়াল রাখুন ।
  • একটি পেইজ এ বেশি লিঙ্ক ব্যবহার করতে যাবেন না ।
  • সাইটের আর্টিকেল লেখার সময় নির্বাচিত কিওয়ার্ড এর পরিমাণ ৫% থেকে ৬% এ রাখুন ।
  • ওয়েব পেইজের ফন্ট সাইজ ১২-১৪ পিক্সেলের মধ্যা রাখুন ।
  • সাইটে একটি পেইজ ন্যাভিগেশন যুক্ত করুন ।
  • আপনার সাইটে যোগাযোগ ফরম যুক্ত করুন ।

আর একটি কথা মনে রাখবেন, অনেকে সাইটের ডিজাইন চলাকালীন সাইটের এসইও শুরু করেন । আপনার ওয়েব সাইট এ এসইও করার আগে সেটি সম্পূর্ণ হয়েছে কিনা তা নিশ্চিত হয়ে নিন । কখনো অসম্পূর্ণ সাইটে এসইও করতে যাবেন না । কারন, গুগল বেশি পেইজ সমৃদ্ধ ওয়েবসাইট পছন্দ করে । তাই বলে, অপ্রয়োজনীয় পেইজ তৈরি করতে যাবেন না । তাহলে, বিপরীত প্রতিক্রিয়া হতে পারে ।

আজ এ পর্যন্তই । ভাল থাকুন সবাই ।

আগামী পর্বে থাকছেঃ সাইটের ভিজিটর বাড়াতে যে কাজ গুলো করা উচিত নয় ।

Leave a Comment