Hatch Edit কমান্ডঃ অটোক্যাড টিউটোরিয়াল (১৭ পর্ব)

Hatch Edit কমান্ড এর মাধ্যমে কোন হ্যাচ অবজেক্টকে মডিফাই করা যায়। Hatch Edit কমান্ড প্রয়োগের জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন-

ধাপ – ১ঃ কমান্ড লাইনে লিখুন HE এবং কীবোর্ড থেকে এন্টার কী প্রেস করুন। এছাড়া Modify মেনু থেকে Hatch অপশনটি সিলেক্ট করুন।

ধাপ – ২ঃ কমান্ড লাইনে Select associative hatch edit নামে একটি ম্যাসেজ আসবে। এর অর্থ হলো যে হ্যাচটি মডিফাই করতে চান তা সিলেক্ট করুন।  সিলেক্ট করার পর Hatch Edit নামে ডায়ালগ বক্স আসবে।

ধাপ – ৩ঃ Hatch Edit ডায়ালগ বক্সে Switch নামে একটি বাটন পাবেন। উক্ত বাটনে ক্লিক করুন। তাহলে Hatch Pattern Palette নামে একটি ডায়ালগ বক্স আসবে।

 

ধাপ – ৪ঃ Hatch Pattern Palette ডায়ালগ বক্সে বেশ কিছু হ্যাচ দেখতে পাবেন। এখান থেকে আপনার প্রয়োজনীয় হ্যাচটি সিলেক্ট করুন এবং OK বাটনে ক্লিক করুন।

ধাপ – ৫ঃ Hatch Edit ডায়ালগ বক্সটি পুনরায় আসবে । এবার OK বাটনে ক্লিক করুন।

এভাবে Hatch Edit কমান্ডটি কাজ করে থাকে।

অন্যান্য পর্ব

অটোক্যাড টিউটোরিয়াল – ১ম পর্ব

মেনু পরিচিতিঃ অটোক্যাড টিউটোরিয়াল (২য় পর্ব)

এডিট মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৩য় পর্ব)

ভিউ মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৪য় পর্ব)

ইনসার্ট মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৫য় পর্ব)

ফরম্যাট মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৬য় পর্ব)

টুলস মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৭য় পর্ব)