অটোমেটিক ভাবে কিছু কথা যুক্ত করুন আপনার প্রত্যেক পোষ্টে!!

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমরা যখন কোন ব্লগে বিভিন্ন ধরনের পোষ্ট করি তখন দেখা যায় যে, কিছু কথা আমাদের পোষ্টে বার বার অর্থাত প্রত্যেক পোষ্টে একটি কথা লিখতে হয়। এতে করে আমাদের খুব সমস্যা হয়। কেননা একটা কথা বার বার লেখা কেমন যেন একটু বিরক্তিকর মনে হয়। তাই না? হ্যা আমার কাছে তো মনে হয়। তাই আপনি যদি মনে করেন যে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের প্রতি টা পোষ্টে একটা কথা লিখতে হবে। সেটা আপনি পারবেন খুব সহজে তাও আবার কোন প্রকার ঝামেলা ছাড়াই মাত্র কিছু কোড ব্যবহার করে। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:

(ওয়ার্ডপ্রেস এ কোন প্রকার কোডিং করার সময় যে ফাইল টা এডিট করবেন সেটির ব্যাকআপ রাখবেন।

১. প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের ড্যাশবোড এ যান।

২. এবার আপনি যে থিমে এই কাজ টা করতে চান সেটি সিলেক্ট করুন।

৩. এবার আপনি functions.php ফাইল টা ওপেন করুন।

৪. এবার নিচে থেকে কোড গুলো কপি করুন।

/ add custom post content
function add_post_content($content) {
	if(!is_feed() && !is_home()) {
		$content .= '<p>This article is copyright &copy; '.date('Y').'&nbsp;'.bloginfo('name').'</p>';
	}
	return $content;
}
add_filter('the_content', 'add_post_content');

৫. কপি করা কোড গুলো functions.php ফাইল এর ভিতরে পেষ্ট করে সেভ করুন।

উপরের কোড গুলোর মধ্য থেকে আপনি আপনার ইচ্ছা মত This article is copyright &copy; ‘.date(‘Y’).’&nbsp;’.bloginfo(‘name’). লেখা টা পরিবর্তন করে নিতে পারেন।

সবাইকে অনে অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।

2 thoughts on “অটোমেটিক ভাবে কিছু কথা যুক্ত করুন আপনার প্রত্যেক পোষ্টে!!”

Leave a Comment