ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডর ‘Howdy’ লেখাকে পরিবর্তন করে নিন ‘ওয়েলকাম‘ দিয়ে!!

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, আশাকরি সকলে খুব ভালো আছেন। আমরা একটা বিষয় সবাই অবগত আছি যে, আমরা যখন কোন ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড এ প্রবেশ করি তখন ডান পাশের উপরের কোনায় এই রকম একটি চিত্র দেখা যায়। যেখানে লেখা থাকে ‘Howdy’ যেটা আসলে বাংলা ব্লগে থাকলে একটু খারাপই দেখায়। তাই আপনি ইচ্ছা করলে এই লেখা টি আপনার ইচ্ছা মত পরিবর্তন করে নিতে পারেন। নিচে আমি যে সিস্টেম টা বলিছি আশাকরি সেটা ভালো ভাবে খেয়াল করলে আপনি আপনার ‘Howdy’ লেখা আপনার ইচ্ছা মত পরিবর্তন করে নিতে পারবেন খুব সহজে । এর জন্য আপনাকে যা করতে হবে তা হল :

১. প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের ড্যাশ বোর্ড এ প্রবেশ করুন।

২. এবার আপনি যে থিমে এটি করতে চান সেই থিম সিলেক্ট করুন।

৩. এবার এডিট ক্লিক করে functions.php ফাইল টি ওপেন করুন।

৪. এবার নিচের কোড গুলো কপি করে আপনার ওয়ার্ডপ্রেস এর functions.php এর মধ্যে পেষ্ট করে সেভ করুন।

add_filter('gettext', 'change_howdy', 10, 3);
function change_howdy($translated, $text, $domain) {

    if (!is_admin() || 'default' != $domain)
        return $translated;

    if (false !== strpos($translated, 'Howdy'))
        return str_replace('Howdy', 'স্বাগতম', $translated);

    return $translated;
}

৫. উপরের কোড গুলোর মধ্যে যেখানে লেখা আছে ‘‘স্বাগতম‘‘ সেখানে আপনার নিজের ইচ্ছামত লেখা প্রকাশ করুন।

এবার আপনার ড্যাশবোর্ডর যেখানে ‘Howdy’ লেখা ছিল সেখানে দেখুন ঠিক এই রকম একটি লেখা দেখাচ্ছে।

সবাইকে অনেক ধন্যবাদ।

1 thought on “ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডর ‘Howdy’ লেখাকে পরিবর্তন করে নিন ‘ওয়েলকাম‘ দিয়ে!!”

Leave a Comment