রিমুভ করে নিন ওয়ার্ডপ্রেস ভার্সন!! যে কোন পেজ ও ফীড থেকে।

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে খুব ভালো আছেন । ওয়ার্ডপ্রেস এর একটি কমন সমস্যা হল এর সিকিউরিটি এই ব্লগিং প্লাটফর্মের সিকিউরিটি বলা যায় খুব ভালো না , আবার আপনি যদি একটু সতর্ক হন, তাহলে আপনার ওয়ার্ডপ্রেস এর কিছুই হবে না। মানে পুরো টাই সিকিউরড । ওয়ার্ডপ্রেস এর সিকিউরিটির একটি ধাপ হল এর ভার্সন নাম্বার রিমুভ করা। কোন হ্যাকার যদি আপনার ওয়ার্ডপ্রেস ভার্সন নাম্বার জানতে পারে তাহলে সে সেই ভার্সনের উপযোগী হ্যাকিং পরিকল্পনা করবে । তাই , আমাদের সবার উচিত আমাদের প্রিয় ওয়ার্ডপ্রেস সাইট টি কে হ্যাকিং এর হাত থেকে বাচাতে হলে এর ভার্সন নাম্বার হাইড করে রাখতে হবে। যাতে কোন হ্যাকার আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের বা ব্লগের ভার্সন নম্বর দেখতে না পায় । আর এই জন্য আপনাকে যা করতে হবে তা হল :
এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:
(ওয়ার্ডপ্রেস এ কোন প্রকার কোডিং করার সময় যে ফাইল টা এডিট করবেন সেটির ব্যাকআপ রাখবেন।

১. প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের ড্যাশবোড এ যান।
২. এবার আপনি যে থিমে এই কাজ টা করতে চান সেটি সিলেক্ট করুন।
৩. এবার আপনি functions.php ফাইল টা ওপেন করুন।
৪. এবার নিচে থেকে কোড গুলো কপি করুন।

[php]// remove version info from head and feeds
function complete_version_removal() {
return ”;
}
add_filter(‘the_generator’, ‘complete_version_removal’);[/php]

৫. কপি করা কোড গুলো functions.php ফাইল এর ভিতরে পেষ্ট করে সেভ করুন।

এখন থেকে আপনার যে কোন পেজ ও ফীড থেকে ওয়ার্ডপ্রেস ভার্সন নং রিমুভ হয়ে যাবে।

1 thought on “রিমুভ করে নিন ওয়ার্ডপ্রেস ভার্সন!! যে কোন পেজ ও ফীড থেকে।”

Leave a Comment