ওয়ার্ডপ্রেস ভিজুয়াল এডিটরে এক্সট্রা বাটন যোগ করুন সহজেই!!

আশাকরি সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আপনারা ভালো করে জানেন যে, ওয়ার্ডপ্রেস আমাদের সবার প্রিয় একটি ব্লগিং প্লাটফর্ম। এই ওয়ার্ডপ্রেস যেমন সহজে ম্যানেজ করা যায়। তেমনি একটু সতর্ক হলে এর সিকিউরিটিও খুব ভালো ভাবে নেওয়া যায়। আমরা যখন আমাদের ব্লগে কোন পোষ্ট করি তখন ভিজুয়াল এডিটরে দেখাযায় আমাদের প্রয়োজনীয় কিছু বাটন থাকে না। যেমন, আমি কোন ফন্ট ব্যবহার করব সেটা সেখানে থাকে না। আবার আমরা যদি ভিজুয়াল এডিটর থেকে ফন্টের সাইজ পরিবর্তন করতে চাই তাহলে তা পরিবর্তন করা যায় না। এমন আরও অনেক সমস্যা ডিফল্ট ভাবে থাকে। তাই আমি আজ আপনাদের সাথে এমন একটি কোড শেয়ার করব যেটা আপনার থিমের functions.php ফাইলে ব্যবহার করলে ভিজুয়াল এডিটরে এক্সট্রা কিছু বাটন দেখতে পাবেন। যেমন,

এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:

নিচে থেকে এই কোড গুলো কপি করে আপনার থিমের functions.php  ফাইলে পেষ্ট করে সেভ করুন।

/** Add Buttons To The Visual Editor */
function dh_enable_more_buttons($buttons) {
$buttons[] = ‘hr’;
$buttons[] = ‘sub’;
$buttons[] = ‘sup’;
$buttons[] = ‘fontselect’;
$buttons[] = ‘fontsizeselect’;
$buttons[] = ‘cleanup’;
$buttons[] = ‘styleselect’;
return $buttons;
}
add_filter( ‘mce_buttons_3’, ‘dh_enable_more_buttons’ );

ব্যাস আপনার কাজ শেষ।

সবাইকে অনেক ধন্যবাদ।

Leave a Comment