এখন থেকে আপনার ব্লগের প্রতিটি পোষ্ট বুকমার্ক হবে আরও সহজে!!

শুভেচ্ছা নিবেন। আশাকরি ভালো আছেন। প্রিয় ব্লগার ভাই ও বোনে রা আমাদের মধ্যে এমন কিছু ব্লগার আছেন যারা শুধু মাত্র ব্লগিং করেন সুধুমাত্র শখের বশে। আবার আমাদের মধ্যে এমন কিছু ব্লগার ভাই ও বোন আছেন, যারা ব্লগিং করে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম ও করেন। আর ব্লগিং করে অর্থ ইনকাম করতে হলে আপনার ব্লগের এস, ই, ও করতে হবে প্রতি নিয়ত। আর এসইও করার একটা গুরুত্বপূর্ণ বিষয় হল: বুকমার্কিং এই বুকমার্কিং করার জন্য রয়েছে প্রচুর পরিমাণে ওয়েব সাইট যেখানে আপনার পোষ্টের লিংক সাবমিট করতে হবে। তার মধ্যে digg অন্যতম। তাই এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেটা আমাদের করতে হয় ম্যানুয়ালি । আপনি যদি চান তাহলে আপনার ব্লগের প্রতিটি পোষ্ট digg এ বুকমার্কিং হবে খুব সহজে এবং এই কাজে আপনাকে সহায়তা করেদিবে আপনার সাইটের ভিজিটর রা। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:

১. প্রথমে নিচের থেকে এই কোড টা কপি করে নিন।

<a href="http://digg.com/submit?url=&title=" rel="nofollow" title="submit to digg" target="_blank">Submit to Digg

২. এবার আপনার থিমের single.php ফাইল টা ওপেন করে তাতে পেষ্ট করে সেভ করুন।

এর ফলে আপনার সিঙ্গেল পোষ্টে আপনার নির্বাচিত স্থানে digg এর একটি লিংক পাবেন। যেখানে শুধুমাত্র একটা সিঙ্গেল ক্লিক করে আপনার পোষ্ট টি বুকমার্ক করতে পারবেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায়।

1 thought on “এখন থেকে আপনার ব্লগের প্রতিটি পোষ্ট বুকমার্ক হবে আরও সহজে!!”

Leave a Comment