ওয়ার্ডপ্রেস নিউ পোষ্ট এর টাইটেল বক্স হতে ডিফল্ট Enter Title Here পরিবর্তন করুন সহজে।

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার এবারের পোষ্ট শুরু করছি। আশাকরি সকলে খুব খুব খুব ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আর আমার পোষ্ট মানেই প্রাগিন ছাড়া শুধুমাত্র কোডিং করে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট। তাই স্বভাবতই আরও একটা নতুন কোড নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তাহলে চলুন এবার আপনাদের সাথে কোন কোড শেয়ার করব সেটার কথা আলোচনা করি। আপনারা অবশ্যই খেয়াল করবেন যে, আমরা যখন কোন নতুন পোষ্ট করার জন্য পেজ ওপেন করি আমাদের ওয়ার্ডপ্রেস এ তখন যেখানে টাইটেল লিখতে হয় সেখানে লেখা থাকে: Enter Title Here কিন্তু যদি এটা আপনার পছন্দ না হয় তাহলে আপনি আপনার ইচ্ছামত কোন বাক্য এখানে লিখে দিতে পারবেন। ঠিক এই রকম:

এর জন্য আপনাকে যা করতে হবে তা হল: প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড ওপেন করবেন। সেখান থেকে থিম সিলেক্ট করে functions.php ফাইল টা ওপেন করুন। এবার নিচে থেকে এই কোড গুলো কপি করে এই functions.php ফাইলে পেষ্ট করে সেভ করুন।

add_filter( 'enter_title_here', 'change_default_title' );
function change_default_title( $title ){
     $screen = get_current_screen();
     switch($screen->post_type) {
     	case 'post':
        	$title = 'Please Specify Post Title';
            break;
     }
     return $title;
}

ব্যাস আপনার কাজ শেষ। শুধুমাত্র উপরের কোডের মধে যেখানে লেখা আছে Please Specify Post Title এটা পরিবর্তন করে আপনার ইচ্ছামত বাক্য বসিয়ে দিবেন। আর আপনাকে কিছু করতে হবে না।

(আপনারা যখন আপনাদের থিম এডিট করবেন তখন যে ফাইল খুলছেন প্রথমে সেটির একটি ব্যাকআপ রাখবেন।)

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Leave a Comment