কিভাবে ওয়ার্ডপ্রেস এর পুরাতন ভার্সন ব্যবহার করবেন?

ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) ব্লগিং সফটওয়্যার । এটি একটি ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার । কোন রকম কোডিং জ্ঞান ছাড়াই ওয়ার্ডপ্রেস এ ব্লগ তৈরি করা যায়। আমাদের অনেক সময় ওয়ার্ডপ্রেস এর পুরাতন ভার্সন ব্যবহার করার প্রয়োজন হয় । কারন, নতুন ভার্সন এ সাপোর্ট করেনা, আপনার এমন কিছু অত্যন্ত প্রয়োজনীয় ফিচার(যেমন; থিম, প্লাগিন ইত্যাদি) থাকতেও পারে ।

আসুন এবার শুরু করিঃ

প্রথমে ওয়ার্ডপ্রেস এর পুরাতন যেকোনো একটি ভার্সন ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে ওয়ার্ডপ্রেস এর পুরাতন যেকোনো একটি ভার্সন ডাউনলোড করে নিন ।

এবার নিচের ধাপগুলো অনুস্মরণ করুনঃ

  1. →আপনার ওয়ার্ডপ্রেস সাইটে এ লগ ইন করুন ।
  2. →প্লাগিন এ যান এবং সকল প্লাগিন ডিএকটিভেট করুন ।
  3. ওয়ার্ডপ্রেস সাইট থেকে লগ আউট করুন ।
  4. আপনার সি প্যানেল এ লগ ইন করুন ।
  5. ফাইল ট্রান্সফার প্রটোকল ম্যানেজার (FTP Manager) থেকে Wp-admin এবং wp-includes ফোল্ডারের সকল ফাইল ডিলেট করে দিন । [বিঃ দ্রঃ wp-content এর ফাইল গুলো ডিলেট করবেন না ]
  6. →আপনার ডাউনলোড করা ওয়ার্ডপ্রেস এর পুরাতন ভার্সন টি এবার বের করুন এবং wp-content ছাড়া সকল ফাইল কপি (CTRL+C) করুন ।
  7. →আবার, আপনার ওয়ার্ডপ্রেস সাইটে এ লগ ইন করুন এবং Dashboard থেকে “Update WordPress Database” এ ক্লিক করুন ।
  8. →এবার, Continue এ ক্লিক করুন ।

এখন আপনি সফলভাবে ওয়ার্ডপ্রেস এর পুরাতন ভার্সন এ ডাউনগ্রেড হয়ে গেছেন!

আজ এ পর্যন্তই । বুঝতে কোন অসুবিধা হলে কমেন্ট এ জানান ।

-ধন্যবাদ সবাইকে ।

Leave a Comment