এসইও টিউটোরিয়াল:: এসইও এর প্রকারভেদঃ [পর্ব-৩]

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালই আছেন । এসইও এর টিউটোরিয়াল এ আপনাদের আবারো স্বাগতম । গত পর্বে আমি এসইও কি, কেন, প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছিলাম । আজ এসইও এর প্রকারভেদ নিয়ে আলোচনা করবো ।

চলুন শুরু করা যাকঃ

এসইও দুই প্রকার । যথাঃ

  1. On Page Optimization
  2. Off Page Optimization .

আমরা এখন এসইও এর প্রকারভেদ সম্পর্কে বিশদভাবে আলোচনা করবো ।

  1. On Page Optimization (অনপেইজ অপটিমাইজেশন):

একটি সাইটের ডিজাইন করার সময় কিছু সার্চ ইঞ্জিন করা হয় । যেন, সাইটটি সহজেই সার্চ ইঞ্জিন এ খুজে পায় । এটাই হচ্ছে অনপেইজ অপটিমাইজেশন ।

অনপেইজ অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন এর সর্বাধিক গুরুত্বপূর্ণ । অনেক দক্ষতার সাথে অনপেইজ অপটিমাইজেশনের কাজ করতে হয় । কেননা, অনপেইজ অপটিমাইজেশন ভুল হলে সেই সাইট টি আর সার্চ ইঞ্জিন এ খুঁজে পাবে না ।

2.  Off Page Optimization (অফপেইজ অপটিমাইজেশন):

অনপেইজ অপটিমাইজেশন এর কাজ মূলত অনপেইজ অপটিমাইজেশনের মতই । ওয়েব সাইট এর ট্রাফিক/ভিজিটর বাড়াতে অফপেইজ অপটিমাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । অফপেইজ অপটিমাইজেশন আসলে, অনপেইজ অপটিমাইজেশন কে সাহায্য করে । যখন নতুন একটি ওয়েবসাইট তৈরি করা হয় তখন অনপেইজ অপটিমাইজেশন সর্বাধিক গুরুত্বপূর্ণ । আর যখন সাইট টি পুরনো হয়ে যায়, অনপেইজ অপটিমাইজেশন তেমন গুরুত্বপূর্ণ নয় । তখন, অনপেইজ অপটিমাইজেশন ছাড়া এসইও করা অসম্ভব ।

বুঝতে কোন অসুবিধা হলে কমেন্ট এ জানান ।

-ধন্যবাদ সবাইকে ।

2 thoughts on “এসইও টিউটোরিয়াল:: এসইও এর প্রকারভেদঃ [পর্ব-৩]”

Leave a Comment