ওয়ার্ডপ্রেস সাইটের ডাটাবেজ টেবিল সম্পর্কে জানুন

ওয়ার্ডপ্রেস মূলতঃ পিএইচপি মাইএসকিউএল এ ডিজাইন করা ডায়নামিক ওয়েব প্লাটফর্ম। অনেকে ওয়ার্ডপ্রেসের ডাটাবেজে প্রবেশ না করতে পারার কারনে বা ডাটাবেজ টেবিল সম্পর্কে না জানার কারনে বেশ কিছু কাজ করতে পারেন না।

ধরা যাক, আপনি চাইছেন আপনার ওয়ার্ডপ্রেস ইউজারনেমটি পরিবর্তন করতে। ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল থেকে এটি করা সম্ভব না। ডাটাবেজ থেকে করতে হবে। কিছু ওয়ার্ডপ্রেস সেটিংস রয়েছে যেখানে ভুল করলে এডমিন প্যানেলে সমস্যা হয়ে যেতে পারে। যেমন- সাইট ইউআরএল, পার্মালিংক। কয়েকদিন আগে আমার এক বন্ধু ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেলের সেটিংস থেকে সাইট ইউআরএল ভুল বসানোর কারনে এডমিন প্যানেলে লগইন করতে পারছিলেন না। আমি শুধু ডাটাবেজের টেবিলটিতে পিএইচপি মাইএডমিন দিয়ে প্রবেশ করে ঠিক করে দিয়েছি। এছাড়াও বিভিন্ন কারনে ওয়ার্ডপ্রেস ডাটাবেজ টেবিলটি সম্পর্কে জানা উচিৎ। নিচে কিছু ধারাণা দেওয়ার চেষ্টা করবো।

ডাটাবেজ টেবিলগুলো দেখলেই খুব সহজেই বুঝা যাবে। প্রথমে সি-প্যানেলের পিএইচপি মাইএডমিন থেকে মাইএসকিউএল ডাটা টেবিলে প্রবেশ করুন।

এখন ওয়ার্ডপ্রেসটি যে ডাটাবেজটিতে ইনস্টল করা হয়েছে তা সিলেক্ট করলে বাম পাসে টেবিলগুলোর লিস্ট আসবে। নিজের মতো ডাটা টেবিল লিস্ট দেখতে পাবেন-

  • Structurewp_commentmeta
  • Structurewp_comments
  • Structurewp_links
  • Structurewp_options
  • Structurewp_postmeta
  • Structurewp_posts
  • Structurewp_terms
  • Structurewp_term_relationships
  • Structurewp_term_taxonomy
  • Structurewp_usermeta
  • Structurewp_users

ভার্শণ ভেদে কম বেশি বা ভিন্ন নামে টেবিল থাকতে পারে। অনেক সময় প্লাগিন ও থিমের বাড়তি টেবিল থাকতে পারে। আমি এখানে কয়েকটি টেবিলের পরিচিতি দিচ্ছি।

Structurewp_options

এই টেবিলটিতে ওয়ার্ডপ্রেস জেনারেল সেটিংস এর তথ্যগুলো জমা থাকে।

Structurewp_posts

একটি পোস্ট বা পেজ তৈরী করা হলে তা এই টেবিলে একটি ডাটা ইনসার্ট হয়। এখানে টেবিলটির ডাটা ফিল্ডের লিস্ট দেওয়া হলো।  কোন একটি পোস্ট পরিবর্তন করতে চাইলে আপনি পিএইচপি মাই এডমিনেও পরিবর্তন করে নিতে পারেন।

Structurewp_users

ইউজারনেম, ইমেইল, পাসওয়ার্ড ইত্যাদি তথ্য আছে Structurewp_users টেবিলে। পাসওয়ার্ডগুলো অবশ্য এনক্রিপটেট অবস্থায় থাকে।

আশা করি ওয়ার্ডপ্রেস পাটা টেবিল সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।

2 thoughts on “ওয়ার্ডপ্রেস সাইটের ডাটাবেজ টেবিল সম্পর্কে জানুন”

  1. নিলুফার ইয়াসমিন

    হুম জেনে উপকৃত হলাম 🙂 ভাইয়া আরো লিখেন এমন পোস্ট 🙂

Leave a Comment