এসইও টিউটোরিয়াল::এসইও এর চাহিদাঃ [পর্ব-২]

এসইও টিউটোরিয়াল এ আপনাদের স্বাগতম । আজ শুরু করছি দ্বিতীয় পর্ব । এসইও কি কেন এবং প্রয়োজনীয়তা নিয়ে আমি গত পোষ্ট এ আলোচনা করেছিলাম । বিশ্ব বাজারে এসইও এর চাহিদা ব্যাপক । কারন, এখন প্রতিদিন-ই তৈরি হচ্ছে হাজার হাজার ওয়েবসাইট । প্রত্যেক ওয়েবসাইট এর জন্য ভিজিটর দরকার । ভিজিটর হচ্ছে সাইটের প্রান । আর একমাত্র সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে সাইটে অধিক ভিজিটর পাওয়া সম্ভব । এছাড়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আউটসোর্সিং এ রয়েছে অফুরন্ত কাজ । আউটসোর্সিং একটি সাইট এসইও করার জন্যে নির্ধারিত মূল্যে এবং প্রতি ঘণ্টা হিসেবে কাজ করতে পারেন কিংবা আপনি পার্টটাইম এবং ফুলটাইম হিসেবে কাজ করতে পারেন । আপনি এসইও নিয়ে কি কি কাজ করতে পারবেন এবং আপনার কত টাকা আয় হবে তা নির্ভর করবে আপনার কাজের দক্ষতার উপর । আপনি যত বেশি দক্ষতা অর্জন করতে পারবেন আপনার আয় তত বেশি হবে । আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এ দক্ষ হন তাহলে আপনি প্রতিমাসে ২০০-১০০০ ডালার ইনকাম করতে পারবেন । এছাড়া, ফোরাম পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে অনায়াসে আয় করতে পারবেন । অর্থাৎ, আপনি যদি দক্ষ অপটিমাইজার হতে পারেন তাহলে আপনি অনায়াসে অনলাইন থেকে আয় করতে পারবেন ।

আজ এ পর্যন্তই । বুঝতে কোন অসুবিধা হলে কমেন্ট এ জানান ।

  • আগামী পর্বে থাকছেঃ এসইও এর প্রকারভেদ

ভাল থাকবেন ।

-ধন্যবাদ সবাইকে ।

2 thoughts on “এসইও টিউটোরিয়াল::এসইও এর চাহিদাঃ [পর্ব-২]”

Leave a Comment