ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-১০(Layer Panel poject IV) সাথে থাকছে ইউটিউব ব্রাউজ করার উপায়

বাংলাদেশে এখন ইউটিউব বন্ধ রয়েছে। তাই ভিডিও টিউটোরিয়াল নিয়ে পোস্ট করছিলাম না। পরে চিন্তা করলাম কিভাবে ব্রাউজ করা যায় সেটা বলে দিলেইতো পোস্ট করা যায়। 😀

►►যেভাবে ইউটিউবের ভিডিও স্ট্রিমিং করে দেখবেন:◄◄

প্রথমেই এই লিঙ্ক থেকে
Ultra Surf ডাউনলোড করে নিন। [১.৫ মেগাবাইট]
✔এখন ফাইলটি আনজিপ করুন

✔এর মধ্যে u1203 নামের একটা এক্সিকিউট্যাবল ফাইল দেখবেন। সেটা ওপেন করুন

✔কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আল্ট্রাসার্ফের ছোট একটি উইন্ডো ওপেন হয়েছে। আরেকটু অপেক্ষা করলে Successfully Connected To Server লেখা আসবে। এর মানে হল আপনার আইপি বদলে গিয়েছে। 🙂

✔আল্ট্রাসার্ফ ওপেন করলে আবার একই সাথে Internet Explorer চালু হয়। সেটা কেটে দিতে পারেন। আমাদের সব কাজ ফায়ারফক্স বা গুগল ক্রোমেই করতে হবে B-)।

✔এখন যেকোন একটি ওয়েব ব্রাউজার ওপেন করুন ও ইউটিউব এ ভিসিট দিন। http নাকি https কোনটাই জানার দরকার নাই।

✔দেখুন ইউটিউব ওপেন হচ্ছে :D। এবার সার্চ বক্সে যে ভিডিও খুঁজছেন সেটা লিখে সার্চ দিন।

আরো বিস্তারিত জানতে মূল পোস্ট দেখুন এখানে।

কোন সমস্যা হলে জানাবেন। 🙂

এই পর্বে ক্লিপ মাস্ক নিয়ে আলোচনা করা হয়েছে। আগামী পর্বই হবে লেয়ার প্রজেক্ট নিয়ে শেষ পর্ব। আশা করি লেয়ার নিয়ে কোন সমস্যা থাকবে না আপনাদের। সাথেই থাকুন। 🙂

Bangla Photoshop Tuto -10(Layer Panel poject IV)

এছাড়া আপনি ডাউনলোড করেও দেখতে পারবেন। সরাসরি দেখতে ভিডিও লিঙ্ক

Leave a Comment