এবার আপনার সাইটে যোগ করুন একটি সুদৃশ্য 3D Visitor Counter

আপনাকে হয়ত বার বার Dashboard এ যেতে হয় আপনার ব্লগ বা ওয়েবসাইটের ভিজিটর সম্পর্কে জানার জন্য। কে আপনার ব্লগে আছে, কোন দেশ থেকে ভিজিটর এই মুহুর্তে ভিজিট করছে ইত্যাদি জানার জন্য।

অথবা ধরুণ আপনি আপনার Friend কে বললেন আপনার সাইট ভিজিট করতে। সে বলল ঠিক আছে। কিন্তু এই ঠিকটা আসলেই ঠিক আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন?

আজ আপনাদের এমন একটা Code দেয়া হবে যার সাহায্যে বুঝতে পারবেন এই মুহুর্তে কে আপনার সাইট ভিজিট করছে, কয়জন ভিজিট করছে এবং কোন কোন দেশ থেকে ভিজিটর আসছে। এটা একদম রিয়েল টাইম আপডেট। Page Reload না করেই জানতে পারবেন কে বা কারা আপনার সাইটে আছে
এবারে কাজে নেমে পড়েন।

এখানে ব্লগারের পদ্ধতিটি দেয়া হল। কিন্তু আপনি কোডটি যে কোন ধরণের সাইটে ব্যবহার করতে পারেন। যেভাবে অন্যান্য সময় কোড ব্যবহার করেন সেভাবেই করবেন তাহলেই হবে।

ব্লগারে সাইন ইন করুন। সেখান থেকে Layout > Add a Gadget > HTML/ JavaScript > Content Box এ নিচের কোডটি কপি পেস্ট করুন > Save. (যেই যায়গায় এটি বসাতে চান ঠিক সেই যায়গা থেকে Gadget নিবেন)

<script type=”text/javascript” src=”http://jk.revolvermaps.com/r.js”>
</script><script type=”text/javascript”>rm_f1st(’0′,’220′,’true’,
‘false’,’000000′,’a2tcw3ar17p’,’true’,’ff0000′);</script><noscript>
<applet codebase=”http://rk.revolvermaps.com/j” code=”core.RE”
width=”220″height=”220″ archive=”g.jar”><param name=”cabbase”
value=”g.cab” /><param name=”r” value=”true” /><param name=”n”
value=”false” /><param name=”i” value=”a2tcw3ar17p” /><param
name=”m” value=”0″ /><param name=”s” value=”220″ /><param name=”c”
value=”ff0000″ /><param name=”v” value=”true” /><param name=”b”
value=”000000″ /><param name=”rfc” value=”true” /></applet></noscript>

কাজ শেষ। এবার আপনি আপনার সাইটে গিয়ে ফলাফল দেখুন।

ধন্যবাদ সবাইকে।

1 thought on “এবার আপনার সাইটে যোগ করুন একটি সুদৃশ্য 3D Visitor Counter”

Leave a Comment