ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-১১(Layer Panel poject Final Part) সাথে থাকছে ইউটিউব ব্রাউজ করার উপায়

►►যেভাবে ইউটিউবের ভিডিও স্ট্রিমিং করে দেখবেন:◄◄

প্রথমেই এই লিঙ্ক থেকে
Ultra Surf ডাউনলোড করে নিন। [১.৫ মেগাবাইট]
✔এখন ফাইলটি আনজিপ করুন

✔এর মধ্যে u1203 নামের একটা এক্সিকিউট্যাবল ফাইল দেখবেন। সেটা ওপেন করুন

✔কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আল্ট্রাসার্ফের ছোট একটি উইন্ডো ওপেন হয়েছে। আরেকটু অপেক্ষা করলে Successfully Connected To Server লেখা আসবে। এর মানে হল আপনার আইপি বদলে গিয়েছে। :)

✔আল্ট্রাসার্ফ ওপেন করলে আবার একই সাথে Internet Explorer চালু হয়। সেটা কেটে দিতে পারেন। আমাদের সব কাজ ফায়ারফক্স বা গুগল ক্রোমেই করতে হবে B-)।

✔এখন যেকোন একটি ওয়েব ব্রাউজার ওপেন করুন ও ইউটিউব এ ভিসিট দিন। http নাকি https কোনটাই জানার দরকার নাই।

✔দেখুন ইউটিউব ওপেন হচ্ছে :D । এবার সার্চ বক্সে যে ভিডিও খুঁজছেন সেটা লিখে সার্চ দিন।

আরো বিস্তারিত জানতে মূল পোস্ট দেখুন এখানে।

কোন সমস্যা হলে জানাবেন। :)

লেয়ার প্যানেল নিয়ে এটাই শেষ পর্ব। এই পর্বে লেয়ার প্যানেল নিয়ে কিছু কাজের টিপস রয়েছে। এই টিপসগুলো সবসমই কাজে লাগবে কারণ লেয়ার প্যানেল নিয়েই ফটোশপের কাজ করতে হয়।

Bangla Photoshop Tuto -11(Layer Panel poject Final Part)

সরাসরি ভিডিও লিঙ্ক এখানে।

2 thoughts on “ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-১১(Layer Panel poject Final Part) সাথে থাকছে ইউটিউব ব্রাউজ করার উপায়”

  1. যোবায়ের ভাই ভাল আছেন ? ভাই আপনার কাছে জানতে চাচ্ছি লেয়ার নিয়ে আপনি যে project টি শেষ করলেন, এখানে যত গুলো ছবি ব্যাবহার করা হয়েছে সবকটি ছবির সাইজ ও রিজলোসন কি একই ছিল ? আপনার project এর ছবি গুলো Facebook upload করলে অনেক ভাল হতো । আমরা ও একটু চেস্টা করে দেখতে পারতাম । ধন্যবাদ

    1. হাসান যোবায়ের

      আমি আগেই বলেছি এই ইমেজগুলোর সাইজ অনেক বড়। তাই আপলোড করতে পারছি না। নেটের স্পীড অনেক কম। ভবিষ্যতে আপলোড করার ইচ্ছা আছে। 🙂

Leave a Comment