ওয়ার্ডপ্রেস বনাম ড্রুপাল বনাম জুমলা (পর্ব-২)

স্বাগতম আমার আজকের পর্বে 😀 আশাকরি সবাই ভাল আছেন। তাহলে আর দেরি না করে আজকের পর্ব শুরু করে দেই। যারা আমার আগের পর্ব মিস করেছেন তারাএখান থেকে দেখতে পারেন।

৩। কোড স্টাইলঃ

ওয়ার্ডপ্রেস একটা প্রসিডিউলার ফ্রেমওয়ার্ক (procedural framework)। এখানে বিভিন্ন ফাংশন অ্যাড করতে হুক ব্যবহার করা হয়।   আবার সবসময় যে প্রসিডিউলার স্টাইল এ করতে হবে তাও নয়। এখানে মাঝেমাঝে  অপ(OPP) ব্যবহার করা যায় ক্লাস(Class) এর জন্য।

ড্রুপাল ওয়ার্ডপ্রেস এর থেকে ভাল কিন্তু এখনও এইটাতে সাধারন কাজগুলার জন্য হুক ব্যবহার করে করতে হয়।

জুমলা এদের সবার থেকেই ভাল । এইখানে কাজ করার সময় প্রসেশনাল এবং এন্টারপ্রাইজ ফ্রেমওয়ার্ক( processional and enterprise framework ) এর ব্যবহার করা যাবে। এইটাই প্রথম সিএমএস যেখানে সত্যিকারে অপ ব্যবহার করা জায় । এর কোডিং স্টাইল সবগুলা সিএমএস এর থেকে অসাধারন 😀

ওয়ার্ডপ্রেস 5/10
ড্রুপাল 6/10
জুমলা 7/10

৪। এক্সট্রা ফাংশনালিটিঃ

ওয়ার্ডপ্রেস এ বিভিন্ন প্লাগিন এর মাধ্যমে অতিরিক্ত অনেক ফাংশন ব্যবহার করা যায়। ওয়ার্ডপ্রেস এ অনেক রকমের প্লাগিন আছে। যা কল্পনারও বাহিরে। আর একেকটা প্লাগিন দিয়ে এক এক জিনিস অ্যাড করা যায়।

ড্রুপাল এ প্লাগিনগুলাকে মডিউল নামে ডাকে সবাই। এগুলা ব্যবহার করে বিভিন্ন ফিচার অ্যাড করতে পারবেন আপনার সাইট এ। এতে এক মডিউল এর ভিতরে ইচ্ছা করলে আরেক মডিউল এর সুবিধা কোড এডিট করে করা যায় 😀

জুমলাতে এগুলাকে প্লাগিন, মডিউল , কম্পোনেন্ট বলে। এগুলার ব্যবহার করার পদ্ধতি অনেকটা ওয়ার্ডপ্রেস এবং ড্রুপাল এর মতই 😀

ওয়ার্ডপ্রেস 7/10
ড্রুপাল 10/10
জুমলা 5/10

৫। অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারফেস

ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন প্যানেল এর ইন্টারফেস সবচেয়ে সহজ মনে হয় আমার দেখা মতে 😀 যে কেউ ব্যবহার করতে পারবে 😀 এইটা চালানো খুবি সহজ। আর অনেক ইউজার ফ্রেন্ডলি।

ড্রুপাল এর এইদিকে অনেক ঘাটতি আছে।  সব অপশন মাত্র কয়েকটা সাবমেনু এর মদ্ধে দেওয়া। তাই আমার মত আপনারা ভুলে জাবেন কোথায় কি আছে 😛 অবশ্য মেনু কাস্টোমাইজ করার উপায় আছে তাই নিজের মতো করে মেনু সাজাতে পারবেন 😀

এইটা ব্যবহার করা মোটামোটি অনেকটা সহজই আছে।ড্রুপাল এর থেকে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। কিন্তু ওয়ার্ডপ্রেস এর মতো না।

ওয়ার্ডপ্রেস 8/10
ড্রুপাল 6/10
জুমলা 7/10

 

আজকে এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন। 😀 আর ভুল ত্রুটি হলে পোস্ট এ অবশ্যই কমেন্ট করে জানাবেন 😀

1 thought on “ওয়ার্ডপ্রেস বনাম ড্রুপাল বনাম জুমলা (পর্ব-২)”

Leave a Comment