পিন্টারেস্ট সকলের জন্য

সামাজিক যোগাযোগ ওয়েবসাইট পিন্টারেস্ট সম্প্রতি উন্মুক্ত করেছে। পূর্বে পিন্টারেস্টে অ্যাকাউন্ট খুলতে হলে নিমন্ত্রণ প্রয়োজন হত। যা সম্প্রতি সবার জন্য অবমুক্ত করে দেওয়া হয়েছে। এখন থেকে কারো নিমন্ত্রণ ছাড়াই সাইন আপ করে পিন্টারেস্ট ব্যবহার করা যাবে। পিন্টারেস্ট মুলতঃ ছবি শেয়ার করার সামাজিক যোগাযোগ ওয়েবসাইট । এই সাইটটির মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট বিষয়ভিত্তিক ছবি আপলোড ও ব্যবস্থাপন করতে পারবেন।

পিন্টারেস্টে আপনি আপনার ছবি পিনবোর্ডে জমা করতে পারবেন, আপনি চাইলে বিভিন্ন ক্যাটাগরিতে আপনার ছবি পিন করতে পারেন। ‘পৃথিবীর প্রত্যেকটি মানুষের সাথে বিষয়ের মাধ্যমে সংযুক্ত হোন এবং বিষয়গুলোকে মজার করে তুলুন’– এ মূল বাণী নিয়ে এগিয়ে চলছে প্রতিষ্ঠানটি । সম্প্রতি ছবি পিন করার ধারণা অনেক জনপ্রিয়তা লাভ করেছে ।

সাইটটির প্রতিষ্ঠাতা বেন সিলবারমান। ২০০৯ সালের ডিসেম্বরে সাইটটি নিয়ে তিনি কাজ শুরু করেন এবং ২০১০ সালের মার্চে পিন্টারেস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালো অল্টোতে পিন্টারেস্টের প্রধান কার্যালয়ের কার্যালয় ।

1 thought on “পিন্টারেস্ট সকলের জন্য”

Leave a Comment