এখন যেকোনো ওয়েব পেজ কে সেভ করে রাখুন কোনো সফটওয়্যার ছাড়াই আরো সহজে ।

ইন্টারনেট এর এই দুনিয়ায় সবসমই আমরা বিভিন্ন ওয়েবসাইট কিংবা ফেসবুকে সারাক্ষন ব্যাস্ত থাকি । অনেক সময় এমন অবস্থা হয় যে আমাদের কোনো বিশেশ একটা পেজ সেভ করে রাখতে হয় , কিছু কিছু সাইট কর্তিপক্ষ যদিও ওয়েব পেজ কে পিডিএফ করার ব্যাবস্থা রাখে কিন্তু সব খানে এই ব্যাবস্থা থাকে না , যদিও যেকোনো ওয়েব পেজ কে Save as থেকে সেভ করে রাখা ্যায় কিন্তু তা ব্রাউজ করার জন্য নেট এর প্রয়োজন পরে , আজ আমি দেখাবো কিভাবে একটি পেজ কে অতি সহজেই আপনার পিসিতে সেভ করে রাখতে পারবেন ।

প্রথমে যে পেজ টি সেভ করতে চান সে পেজ টি ওপেন করে রাইট ক্লিক করে view page source code এ ক্লিক করুন

তারপর Ctrl+A চেপে আল সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করব

তারপর আপনার পিসিতে নোট প্যাড ওপেন করে পেস্ট করে সেভ করুন , সেভ করার সময় ফাইল এর নাম এর পর .HTML দিবেন , এবং টাইপ এ all files সিলেক্ট করবেন , unicode দলে বাংলা ফন্ট ঠিক আসবে

এবার দেখুন ফাইল সেভ হয়ে গেলো 🙂

2 thoughts on “এখন যেকোনো ওয়েব পেজ কে সেভ করে রাখুন কোনো সফটওয়্যার ছাড়াই আরো সহজে ।”

  1. khub majar to vai ,age to jantam na

    বাংলা গল্প, বাংলা কবিতা, বাংলা উপন্যাস, মনের কথা জীবন থেকে নেয়া(Bangla Lekha)

Leave a Comment