এক লাইন মন্তব্য-জাভাস্ক্রিপ্ট (পর্ব-১০)

জাভাস্ক্রিপ্টে মন্তব্য লেখার দুটি  প্রচলিত পদ্ধতি হচ্ছে সিঙ্গেল লাইন মন্তব্য  এবং মাল্টি লাইন মন্তব্য । কোন একটি স্টেটমেন্ট স্ক্রিপ্টে লেখা আছে সাময়িক ভাবে স্টেটমেন্টটিকে অকার্যকর করে রাখার জন্য অথবা ঐ স্টেটমেন্ট সম্পর্কিত কিছু তথ্য প্রদান করার জন্য সিঙ্গেল লাইন মন্তব্য ব্যবহার করা হয়। এজন্য প্রচলিত পদ্ধতি হচ্ছে // ডাবল স্লাস চিহ্ন ব্যবহার করা । মন্তব্য যেখান থেকে শুরু হবে সেখানেই // ডাবল স্লাস চিহ্নটি ব্যবহার করতে হবে।

জাভাস্ক্রিপ্টে লেখা মন্তব্য যুক্ত একটি প্রোগ্রাম

[sourcecode language=”js”]
<html>
<head>
<title> www.tutrialbd.com </title>
<style>
body{background: #FFC;
font-size:24px;}
</style>
</head>
<body>
<script type = "text/javascript">
alert("Good morning");//alert box will show Good morning.
document.write("It is morning.")
document.write("You should learn JavaScript now.")
document.write("Visit www.tutorialbd.com and start to learn JavaScript.")
</script>
</body>
</html>

[/sourcecode]

একটা নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।


উপরের প্রোগ্রামটিতে // এর পরে লেখা alert box will show Good morning. ব্রাউজারে প্রদর্শিত হচ্ছে না। করণ এটা একটা সিঙ্গল লাইন মন্তব্য।

জাভাস্ক্রিপ্টের অন্যান্য টিউটোরিয়াল সমূহ :

Leave a Comment