ক্যানন সিংগাপুর পিটিই লিমিটেড এর প্রেসিডেন্ট এবং সিইও মি.কেনসাকু কোনিশি ঢাকা পরিদর্শন…

সম্প্রতি ক্যানন সিংগাপুর পিটিই লিমিটেড এর প্রেসিডেন্ট এবং সিইও মি.কেনসাকু কোনিশি ঢাকা পরিদর্শনে আসেন। তিনি সাংবাদিকদের জানান যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া ক্যাননের জন্যে বেশ গুরত্বপূর্ণ একটি অঞ্চল। গত বেশ কিছু বছরে এই অঞ্চলে প্রযুক্তি পন্যের দ্রুত অগ্রগতি লক্ষ করেছে ক্যানন। বাংলাদেশ একটি জমজমাট আইসিটি মার্কেট আর ক্যানন অপেক্ষাকৃত সফল এই দেশে। জ্যান (JAN) এক্সেসরিস লিমিটেড, যারা ক্যাননের জন্যে বাংলাদেশের লোকাল ডিস্ট্রিবিউটর তাদের সাম্প্রতিক পার্ফরম্যান্সে সন্তুষ্ট মি.কোনিশি।

মি.কোনিশি দুই দিনের সফরে বাংলাদেশে আসেন বাংলাদেশের টেকনোলজী পন্যের চাহিদা এবং এখানে ক্যাননের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে। তার এই দুই দিনের সফরে মি.কোনিশি বাংলাদেশে ক্যানন প্রোডাক্টের ডিস্ট্রিবিউটরদের সাথে দেখা করেন। তিনি আইসিটি সাংবাদিকদের সাথে একটি মিটিং এ যোগ দেন এবং সেখানে তিনি বাংলাদেশের মানুষের টেকনোলজী চাহিদা এবং ক্যাননের প্রোডাক্ট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন ক্যাননের কর্পোরেট দর্ষন ছিল “কায়োসেই”; যার মানে দাঁড়ায় “সবাই” বা “সব মানুষ”। তিনি জানান শুধু পন্য বিক্রয় ক্যাননের প্রধাণ উদ্দেশ্য না। সরকারের সাথে যৌথভাবে কাজ করা এবং একটি উন্নত সমাজ গড়ে তোলা।

মি.কোনিশি জ্যান এক্সেসরিজ এর ধানমন্ডি অফিস পরিদর্ষন করেন এবং সেখানকার কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলেন। তিনি সকলের কঠোর পরিশ্রম এবং ডেডিকেশন দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। পরবর্তীতে একটি ডিনারে অংশগ্রহণ করেন যেখানে তিনি ডিলার ও কর্পোরেট এবং মিডিয়ার লোকদের সাথে দেখা করেন।

মি.কোনিশির এই দুই দিনের বাংলাদেশ সফর একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে ধারণা করা যাচ্ছে।

Leave a Comment