ফেইসবুক টাইমলাইনে এনগ্রি বার্ড খেলতে পারবে গেম ভক্তরা!

আপনি কি এনগ্রি বার্ডের ফ্যান? অথচ ফেসবুকে বেশি সময় দেন!আপনার হয়তো আফসোস হত কেন অনেক সময় ধরে এনগ্রি বার্ড খেলতে পারেন না! তাহলে- আপনার জন্য সুখবর! আপনি এখন ফেইসবুক টাইমলাইনেই এনগ্রি বার্ড খেলতে পারবেন!


এনগ্রি বার্ডের নির্মাতা প্রতিষ্ঠান Rovio তার অফিসিয়াল ব্লগে ঘোষনা দিয়েছে-এই জনপ্রিয় মোবাইল গেমটি এখন ফেইসবুক ইউজাররা তাদের টাইমলাইনে খেলতে পারবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে।
এখন, ব্যবহারকারীরা সবুজ পাখি শূকরের উপর সরাসরি ছুড়ে মারতে পারবে তাদের টাইমলাইনেই এবং তাদের সর্বোচ্চ স্কোর বীট করার জন্য বন্ধুদেরকে চ্যালেঞ্জ করতে পারবে।

প্লেয়াররা  চাইলে এই খেলাটি তাদের ব্লগেও যুক্ত করতে পারবে । (Tumblr এবং WordPressএ ও এড করা যাবে)।
কিভাবে যুক্ত করবেন তা নিচের ভিডিওতে দেখে নিতে পারেন।

যায় হোক-এই শেয়ার করতে পারার আইডিয়াটা কতটুকু ভাল হবে তা দেখার বিষয়। আপনার কি মনে হয় এনগ্রি বার্ড শেয়ার করতে পারাটা একটা ভাল ধারনা? আপনি কি চান আপনার ফেইসবুক টাইমলাইনে এনগ্রি বার্ড যুক্ত করতে?  কমেন্টের মাধ্যমে জানান!

Leave a Comment