নতুন সিমেন্টিক বা স্ট্রাকচারাল ইলিমেন্ট সমূহ সম্পর্কে জেনে নেই -১ – এইচ টি এম এল ৫ (পর্ব-৪)

ওয়েব পেজের গঠনকে আরো সহজ করতে এবং ডিজাইনে আরো নতুন মাত্রা যুক্ত করার জন্য এইচ টি এম এল ৫ এ অনেক গুলো নতুন সিমেন্টিক বা স্ট্রাকচারাল ইলিমেন্ট যুক্ত করা হয়েছে। যা একজন ওয়েব ডেভলপারের কাজকে আরো সহজ করবে। আপনি যদি নিজেকে আগামী দিনের একজন সৃজনশীল ওয়েব ডেভলপার হিসেবে চিন্তা করে থাকেন, তাহলে আসুন জেনে নেই এইচ টি এম এল ৫ এর এই নতুন সিমেন্টিক বা স্ট্রাকচারাল ইলিমেন্ট সমূহ সম্পর্কে।

নতুন কিছু সিমেন্টিক বা স্ট্রাকচারাল ইলিমেন্ট সমূহ

  • <article> কোন আর্টিকেল নির্দেশ করতে ব্যবহৃত হয়
  •  <aside>  সাইড বার নির্দেশ করতে ব্যবহৃত হয়
  • <bdi> কোন একটি লাইনে ভিন্ন ডিরেকশন বিশিষ্ট কোন অংশ থাকলে তাকে পৃথকভাবে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা  বাংলা অথবা ইংরেজি ভাষা বাম থেকে ডান দিকে পড়ি, কিন্তু আরবি ভাষা ডান থেকে বাম দিকে পড়া হয়।
  • <command> এর মাধ্যেমে একটা কমান্ড বাটন নির্দেশ করা হয় ব্যাবহারকারী যার থেকে কোন নির্দেশনা পেতে পারে।এটা শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরার-৯ ব্রাউজারে কাজ করে।
  •  <details> কোন কনটেন্ট এর বারতি অংশ নির্দেশ করতে ব্যবহৃত হয়, যা একজন ব্যবহারকারী ইচ্ছা করলে প্রদর্শন করাতে পারে বা না পারে। এটা শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজার সাপোর্ট করে।
  • <summary> <details>  ট্যাগের হেডিং নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়।এটা শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজার সাপোর্ট করে।
  •  <figure> কোন ডায়াগ্রাম, ছবি, ইলাসট্রেশন এর মত স্বয়ংসম্পূর্ণ বিষয়বস্তু নির্দেশের জন্য ব্যবহৃত হয়।
  • <figcaption> <figure> ইলিমেন্ট এর সাথে ক্যাপশনযুক্ত করতে ব্যবহৃত হয়।
  • <header> কোন ডকুমেন্ট বা সেকশনের হেডার নির্দেশের জন্য ব্যবহৃত হয়।
  • <footer> কোন ডকুমেন্ট বা সেকশনের ফুটার নির্দেশের জন্য ব্যবহৃত হয়।

………………………………………………………………………………..

জ্ঞন বিজ্ঞানের সংস্পর্শে আলোকিত একটা সুন্দর সমৃদ্ধ পৃথিবীর প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা রইল।

Leave a Comment