মেরু ভাল্লুকরা পূর্বের ধারনার তুলনায় বেশি পুরনো দিনের প্রানী!

মেরু ভাল্লুকদের উৎপত্তি প্রায় ৬০০,০০০ আগে- একটি আন্তর্জাতিক বিজ্ঞানী দল ২০ সে এপ্রিল এই রিপোর্ট প্রকাশ করে।


পূর্বেকার গবেষণায় বলা হতো মেরু ভাল্লুক,(Ursus maritimus) যাদের আগমন ১৫০,০০০ বছর পরে। তবে এসব অনুমানের বেশিরভাগই করা হতো মাতৃ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ পরীক্ষণের মাধ্যমে।
নতুন গবেষনায় বলা হয়,মেরু, বাদামী এবং কালো ৩ প্রজাতির ভাল্লুকের মধ্যে শতকরা ৪৫ টি ভাল্লুকই তাদের পিতামাতার উভয়ের ডিএনএ থেকে

বংশপরম্পরায় বৈশিষ্ট্য অর্জন করে থাকে। একে নিউক্লিয়ার ডিএনএ বলে যা জেনেটিক নির্দেশাবলী বহনের কাজ করে।
বিভিন্ন প্রজাতি নিউক্লিয়ার ডিএনএ এর তুলনা করে গবেষণায় দেখা যায় যে পূর্বে মেরু ভাল্লুকের অস্থিত্ব নিয়ে যে ধারনা করা হত দেখা গেল তার

তুলনায় এরা আরও বেশি পুরনো জীব । অর্থাৎ এরা সম্ভবত বরফ সময়কাল এবং অধিক উষ্ণ সময়কাল অতিক্রম করেছিল!

বায়োডাইভারসিটি এবং ক্লাইমেট রিসার্চ সেন্টার এর সহযোগী গবেষক  Frank Hailer বলেন-
জলবায়ু পরিবর্তন, মানুষের দ্বারা এদের বাসস্থানের ক্ষতি, দূষণ এবং শিকার ইত্যাদি মেরু ভাল্লুকের জন্য হুমকির কারন হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment