নতুন কিছু এপসের সাথে পরিচিত হোন

Foursquare

এই সপ্তাহের অন্যতম একটি এপস হলো এটা। এটা দিয়ে আপনি কোথায় আছেন এবং আপনার আশে পাশের বন্ধুরা কোথায় কোথায় রয়েছে তা জানা যাবে।


FixYa
আপনার ক্যামেরাতে সমস্যা হচ্ছে? তাহলে এই HTML 5  মোবাইল এপসটি আপনার জন্যই। আপনার সমস্যা অনুযায়ী ওয়েব সাইট থেকে সমাধান এনে দিবে এই এপসটি।

 এন্ড্রয়েড ব্যবহারকারীরা কিছু নতুন ফিচার পাচ্ছে। ভিডিও বা ছবি আপলোড করেও সমস্যার সমাধান জানা যাবে।


Thumb
আপনার মনে যদি কোন প্রশ্ন থাকে তবে তাহলে তার উত্তর দিবে এই এপসটি। সোস্যাল নেটওয়ার্কের মাধ্যমে সবাই দেখতে পাবে আর উত্তর দিবে। মন্তব্য করারও সুযোগ রয়েছে।


InstaCC
এই এপস দিয়ে আপনার নিজের ছবির মাধ্যমে ইন্সটাগ্রাম তৈরি করতে পারবেন। আর আপনার ইন্সটাগ্রাম ছবি ক্যালেন্ডারের সাথে অর্গানাইজ করা যাবে। চা

Live OCD Free
একজন থেরাপিস্ট এটা তৈরি করেছেন যা বিভিন্ন রোগীদের জন্য কাজে লাগবে। এই এপসটি বাচ্চাদের এবং বয়স্ক সব ধরনের রোগীর জন্যই বিশেষ করে বানানো।

প্রতি সপ্তাহে নিত্য নতুন এপস বের হচ্ছে। কিছু এপস আছে অনেক দরকারী। তাই সবার উচিৎ আপডেটেড থাকা।

Leave a Comment