অদৃশ্য গাড়ি বাজারে নিয়ে এলো মার্সিডিস

অভিনব পদ্ধতিতে মার্সিডিস গাড়ীগুলোকে অদৃশ্য করার ব্যবস্থা নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। আপাততঃ গাড়ীটিকে অদৃশ্য মনে হবে। প্রকৃত পক্ষে গাড়িটির চার পাসেই  Canon 5D Mark II এসএলআর ক্যামেরা বসানো থাকবে এলইডি ডিসপ্লে থাকবে। ক্যামেরাটি এক প্রান্তের চিত্র অন্যপ্রান্তের এলইডিতে দেখাবে। আর আপাততঃদৃষ্টিতে এটিকে অদৃশ্য মনে হবে।

ভিডিওটিতে অদৃশ্য গাড়ীর নমুনা দেখতে পাবেন


এটি বাস্তবে পরীক্ষা করাও সহজ। আপনি একটি আইপ্যাড শরীরের এক প্রান্তে রেখে অন্যপ্রান্তে একটি ক্যামেরা ধরলে এবং ক্যামেরাটির জুম সেট করে আইপ্যাডের স্ক্রিনে দেখালে দূর থেকে ঐ অংশটি অদৃশ্য মনে হবে।

তাহলে এই পরীক্ষার একটি ভিডিও দেখা যাক

অদৃশ্য গাড়ীর ছবি গ্যালারী

 

3 thoughts on “অদৃশ্য গাড়ি বাজারে নিয়ে এলো মার্সিডিস”

Leave a Comment