ভ্রমন করে আসি উইনডোজ-৮

পহেলা মার্চ মাইক্রোসফট টেবলেট কম্পিউটারে ব্যবহার উপযোগি অপারেটিং সিস্টেম উইনডোজ-৮ এর প্রিভিউ নিয়ে আসে। আর এটি দুই দিনেই ১ মিলিয়নবার ডাউনলোড হয়। ভএখন আমরা এই অপারেটিং সিস্টেমের ভতরের কিছু অংশ দেখবো।

 

এক.

প্রথমেই দেখতে পাবেন এরকম উইনডো যেখানে আইকনগুলো বিভিন্ন রঙে সজ্জিত

দুই.

টাচ করেই সামনের দিকে এগিয়ে যেতে পারেন। আর ডান পাসে পাবেন স্টার্ট, সেটিং, সার্চ ইত্যাদি বাটন

তিন.

কম্পিউটার সেটিং অংশটি দেখুন

চার.

পিনবল গেমটির রূপই বদলে গেছে।

পাঁচ.

কার্ড খেলার ইন্টারফেসে এসেছে সুবিধা

ছয়.

এক্সপ্লোরারের ধরনে এসেছে পরিবর্তন। মেনুগুলো টুলে পরিনত হয়েছে।

সাত.

কিছু কিছু অংশের কাজ  এখনো বাকি আছে।

আট.

এক্স বক্স

নয়.

আবহাওয়ার খবর

দশ.

বিল্ডইন ম্যাপ সুবিধা

এগার.

এক্সপিএস ও বিল্ডইন এক্রোবেট রিডার

বার.

মাল্টি টাস্কিং সুবিধা এখন একটু ভিন্ন আঙ্গিকে

তের.

জুম কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন

চৌদ্দ.

নটিফিকেশন

পনের.

টিভি ও ভিডিও মার্কেট প্লেস

ষোল.

ছবি গ্যালারী

সতের.

ফিন্যান্স এপ্লিকেশন

আঠার.

কপি হচ্ছেছবি সূত্রঃ পিসি ওয়ার্ল্ড

Leave a Comment