সব ব্রাউজারের কাজ করবে এমন কিছু প্রয়োজনীয় শর্টকাটস সমূহ

প্রতিটি ওয়েব ব্রাউজারের নিজস্ব কিছু শর্টকাট আছে। কিন্তু তা সত্যেও বেশ কিছু ব্রাউজারের মধ্যে ইচ্ছাকৃত ভাবেই কিছু শর্টকাট কমন রাখা হয়েছে ব্যবহারকারীর সুবিধার দিকে লক্ষ্য করে। ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, অ্যাপল সাফারি, অপেরা এদের সবগুলোরই বেশ কিছু কমন শর্টকাট আছে। নিচে পর্যায়ক্রমে বিভাগভিত্তিকভাবে সেগুলো তুলে ধরা হলোঃ

ব্রাউজার

ট্যাব

Ctrl+1-8 – নাম্বার অনুযায়ী এক ট্যাব থেকে অন্য ট্যাবে যাওয়ার জন্যে মূলত এটি। যেমন আপনি যদি চান তিন নাম্বার ট্যাবে যাবেন তাহলে Ctrl+3 প্রেস করবেন, অর্থাৎ Ctrl বাটন চেপে ধরে ৩ প্রেস করবেন।

Ctrl+9 – সর্বশেষ আপনি যে ট্যাবে ছিলেন সেই ট্যাবে নিয়ে যাবে আপনাকে।

Ctrl+T – নতুন একটি ওপেন করবে।

Ctrl+N – নতুন একটি ব্রাউজার উইন্ডো ওপেন করবে।

Alt+F4 – যে ব্রাউজার উইন্ডোতে থাকা অবস্থায় আপনি এটি প্রেস করবেন, সেটি তৎক্ষণাৎ বন্ধ হবে।

CTRL+Left Click – ব্যাকগ্রাউন্ড ট্যাবে লিঙ্ক ওপেন করবে।

Shift+Left Click – লিঙ্ককে নতুন একটি ব্রাউজার উইন্ডোতে ওপেন করবে।

Ctrl+Shift+Left Click – লিঙ্ককে ফরগ্রাউন্ড ট্যাবে ওপেন করবে।

ন্যাভিগেশন

Alt+Left Arrow, Backspace – আগের পেইজে যাওয়ার জন্যে।

Alt+Right Arrow, Shift+Backspace – কোন কারণে আগের পেইজে গিয়ে পূনরায় পরের পেইজটিতে যেতে চাইলে।

Escape – পেইজ লোড করা বন্ধ করে দেয়ার জন্যে।

F5 – পেইজ রিলোড করতে।

Alt+Home – হোমপেইজ ওপেন করার জন্যে।

জুম

Ctrl এবং + বা Ctrl এবং মাউসের চাকা উপরের দিকে – জুম ইন করবে

Ctrl এবং – বা Ctrl এবং মাউসের চাকা নিচের দিকে – জুম আউট করবে

Ctrl+0 – ডিফল্টভাবে যতটুকু জুম ছিল ততটুকু ফিরিয়ে আনতে

F11 –  ফুল স্ক্রিণ মোড চালু করার জন্যে

স্ক্রলিং

Space বা নিচের দিকের অ্যারো – পেইজ নিচের দিকে স্ক্রল করে

উপরের দিকের অ্যারো – পেইজ উপরের দিকে স্ক্রল করে।

Home – পেইজের শীর্ষে নিয়ে যেতে

End – পেইজের একদম নিচে নিইয়ে যেতে

Middle Click – মাউসের সাহায্যে স্ক্রল করার জন্যে।

অ্যাড্রেস বার

Ctrl+L, Alt+D, F6 – অ্যাড্রেস বারকে ফোকাস করে যাতে করে আপনি ওয়েবসাইট এড্রেস লেখা শুরু করতে পারেন।

Ctrl+Enter: আপনি যা লেখার পর এটা প্রেস করবেন সেটার আগে www. এবং পরে .com যুক্ত হয়ে যাবে। উদাহরণঃ tutohost লিখে আপনি Ctrl+Enter দিলে www.tutohost.com হয়ে যাবে।

সার্চ

Ctrl+K, Ctrl+E – সার্চ ইঞ্জিনে সার্চ করার জন্যে ব্রাউজারে যে বিল্ট ইন সার্চ বক্স আছে সেটাকে ফোকাস করবে টাইপ করা জন্যে। যদি বিল্ট ইন আলাদা সার্চ বক্স না থাকে তাহলে অ্যাড্রেস বারকেই ফোকাস করবে।

Alt+Enter – সার্চ বক্সে থাকাকালীন অন্য ট্যাবে সার্চ রেজাল্ট ওপেন করতে চাইলে এটা প্রেস করতে হবে।

Ctrl+F, F3 – যে পেইজে আছেন সেই পেইজে নির্দিষ্ট কোন শব্দ, বাক্য সার্চ করার জন্যে স্ট্যাটাস বারের উপরে সার্চ বক্স ওপেন করে।

হিস্টোরি এবং বুকমার্কস

Ctrl+H – ব্রাউজিং হিস্টোরি ওপেন হবে

Ctrl+J – ডাউনলোড হিস্টোরি ওপেন হবে

Ctrl+D – যে পেইজে থাকা অবস্থায় এটি প্রেস করবেন সেই পেইজ বুকমার্ক করার জন্যে ছোট উইন্ডো ওপেন হবে যাতে আপনি বুকমার্কসে রাখতে পারেন।

Ctrl+Shift+Del – ব্রাউজিং হিস্টোরি মুছে ফেলার জন্যে একটি উইন্ডো ওপেন হবে।

অন্যান্য সুবিধাসমূহ

Ctrl+P – যে পেইজে থাকা অবস্থায় এটি প্রেস করবেন সেই পেইজ প্রিন্ট হবে।

Ctrl+S – যে পেইজে থাকা অবস্থায় এটি প্রেস করবেন সেটি সেইভ হবে।

Ctrl+O – কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে ব্রাউজার ওপেন করতে পারে এমন ফাইল ওপেন করার জন্যে উইন্ডো ওপেন হবে

Ctrl+U – যে পেইজে থাকা অবস্থায় প্রেস করবেন সেই পেইজের সোর্স কোড ওপেন হবে (ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়া)

F12 – ডেভেলপার টুলস ওপেন হবে (ফায়ারফক্স ছাড়া)

Leave a Comment