বাংলাদেশে থ্রিজি সুবিধা আসছে জুলাইতে

বাংলাদেশে থ্রিজি চালু হবে এ নিয়ে বহুদিন যাবৎ বহু জল্পনা-কল্পনা হয়ে গেলো। সম্প্রতি জানা গেছে যে আগামী জুলাইতেই বাংলাদেশে থ্রিজি সার্ভিস চালু হতে যাচ্ছে। বাংলাদেশে প্রথম থ্রিজি নিয়ে আসছে টেলিটক।

টেলিটক থ্রিজি

টেলিটকের ম্যানেজিং ডিরেক্টোর মুজিবুর রহমান বলেন বাংলাদেশে থ্রিজি সার্ভিস চালু করার উদ্দেশ্যে যেকসকল টেকনিক্যাল পদক্ষেপ নেয়া প্রয়োজন তার কাজগুলো শেষ পর্যায়ে রয়েছে। টেলিকমিউনিকেশন মন্ত্রী রাইজুদ্দিন আহমেদ রাজু গত বুধবার জানান রাষ্ট্রায়াত্ব মোবাইল অপারেটর টেলিটক জুলাইতেই থ্রিজি সার্ভিস চালু করবে।

সম্পূর্ণভাবে বাংলাদেশে থ্রিজি চালু হয়ে গেলে বেশ বড় একটা বিপ্লব হতে পারে। থ্রিজির সুবাদে আপনি দেশের যেপ্রান্তেই থাকুন না কেন উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের সাথে যুক্ত থাকতে পারবেন। থ্রিজি চালু হয়ে গেলে প্রয়োজনীয় হেন কাজ নেই যে করা যাবেনা।

জাপান সর্বপ্রথম থ্রিজির স্বাদ পায় ২০০১ এর পহেলা অক্টোবর। সেখানে সর্বপ্রথম ডোকোমো মোবাইল অপারেটর কোম্পানী থ্রিজি নিয়ে আসে। সে হিসেবে বাংলাদেশ অনেক পিছিয়ে। জাপান প্রথম থ্রিজির স্বাদ পাওয়ার প্রায় ১১ বছর পর আমরা থ্রিজির স্বাদ পেতে যাচ্ছি। আশা করি পরিপূর্ণ সুবিধা নিয়েই জুলাইতে টেলিটক থ্রিজি নিয়ে মাঠে নামবে।

Leave a Comment