ছবি অপটিমাইজড করার জন্য অসাধারণ ৮টি টুলস

পেজ রেসপন্স টাইম কমানোর জন্য আপনার সাইটের ইমেজ অপটিমাইজড করা অত্যাবশ্যক। তাই ইমেজ যতটা পারা যায় ততটা সাইজ কমানো উচিত। ইমেজ অপটিমাইজড করলে শুধু আপনার সাইট গতি সম্পন্নই করবে না সাথে সাথে হোস্টিং বিলও কম হবে।

অনেক রকম ফ্রী টুল রয়েছে তবে এখানে ইউজার ফ্রেন্ডলি টুলের সাথে পরিচয় করিয়ে দেয়া হলো।

1. smush.it!

smush.it!

এই টুলটি মজিলা এড-অন্স বা সিম্পল ওয়েব বেজড এপস হিসেবে পাওয়া যাবে। এটা অনেক ধরনের ফরম্যাট সাপোর্ট করে আর অটোমেটিক PNGs ফরম্যাটে কনভার্ট করে।

2. RIOT

RIOT

 

এটাও অনেক ধরনের ফরম্যাট সাপোর্ট করে। ইমেজ সাইজ কমানোর পাশাপাশি কিছু ব্যসিক টুল রয়েছে যেমন, প্যান,জুম, রোটেট ইত্যাদি।

3. PNGOUT

PNGOUT

এই টুলটি আপনার ইমেজের কোয়ালিটি নষ্ট না করেই অপটিমাইজড করতে পারে। এটার রয়েছে কিছু অপশন যা দিয়ে আপনার ফাইলের কম্প্রেস সেটিং কাস্টোমাইজড করা যাবে।

4. Online Image Optimizer

Online Image Optimizer

এই অনলাইন ইমেজ অপটিমাইজার থেকে খুব সহজেই ইমেজ অপটিমাইজড করা যাবে। এমনকি ইমেজের লিঙ্ক দিয়েও ইমেজ অপটিমাইজ করা যাবে এবং আপনার পিসি থেকেও আপলোড করা যাবে।

5. SuperGIF

SuperGIF

 

এই টুল উইন্ডোজ এবং ম্যাকের জন্যেও রয়েছে। ড্রাগ এবং ড্রপ করে ইমেজ অপটিমাইজ করা ছাড়াও রয়েছে ৫০% কম্প্রেস করার সুবিধা। এটা কমার্সিয়াল ভার্শনও রয়েছে।

6. PNGGauntlet

PNGGauntlet

 

এটাও বেশ কাজের টুল।

7. PNGCrushrrr

PNGCrushrrr

 

এটা ম্যাকের জন্য একটি ফ্রী টুল। পিক অপটিমাইজ করার পরেও আসল ফাইল সেভ থাকে তাই অপটিমাইজড করার পরেও আপনি পার্থক্য করতে পারবেন দুটি ফাইলের মাঝে।

8. SuperPNG

SuperPNG

এটা ফটোশপের জন্য একটি ফ্রী প্লাগ ইন। ব্যবহার করেই দেখুন এর ফিচার।

আপনি কোন টুল ব্যবহার করেন? মন্তব্য করে জানান।

 

1 thought on “ছবি অপটিমাইজড করার জন্য অসাধারণ ৮টি টুলস”

Leave a Comment