মাল্টি মনিটর কম্পিউটার সেট আপের জন্য ৫টি ফ্রী টুলস

ডেভলপার বা ডিজাইনার হিসেবে কাজ করতে গেলে অনেক সময়ই মাল্টি মনিটরের দরকার হয় যাতে একাধিক স্ক্রিন পাওয়া যায় এবং হাই প্রডাক্টিভিটি কাজ করতে সাহায্য করে। ধরা যাক এক স্ক্রিনে আপনার কাজের জন্য আর অন্য আরেক স্ক্রিনে ই-মেইল, স্কাইপ সহ অন্য সব এপস সহজেই মনিটর করা যাবে।

এখানে কিছু ফ্রীওয়ার আর ওপেন সোর্স সফটওয়্যার শেয়ার করা হলো যা দিয়ে মাল্টি ডিসপ্লে সেট আপ করা যাবে খুব সহজেই।

Synergy

Synergy

এটা এমন একটা ওপেন সোর্স সফটওয়্যার যা দিয়ে মাল্টি-মনিটরে মাউস এবং কীবোর্ডের সাহায্যে কাজ করা যাবে। মাউস কার্সর এক ডিসপ্লে থেকে অন্য ডিসপ্লেতে নেয়া যাবে খুব সহজেই। অনেক সময় পাসওয়ার্ড লাগে স্ক্রিন সেভার মুডের পর তখন একবার পাসওয়ার্ড দিলেই সব ডিসপ্লেতে একটিভ হয়ে যাবে।

Input Director

Input Director

 

এটা নেটওয়ার্ক কম্পিউটার এর জন্য এবং যার পিসি এবং ল্যাপটপ এক সাথে চালানোর দরকার হয় তাদের জন্য কাজে লাগবে।

UltraMon

UltraMon

এটা এক সাথে ১০টি মনিটর সাপোর্ট করে! এই সফটওয়্যার দিয়ে প্রত্যেক মনিটরের জন্য আলাদা সেটিংস যেমন, রেজুলেশন, ওয়ালপেপার, টাস্কবার সেটিংস সহ অনেক কিছু অপটিমাইজড করা যাবে। আপনি এটা দিয়ে ইচ্ছা করলে যে কোন মনিটর অফ করতে পারবেন।

Multi Monitor Mouse (M3)

Multi Monitor Mouse

 

অনেক মনিটরের একটা সমস্যা হলো মাউসের কার্সর সরানো আর সেই সমস্যার সমাধান এই সফটওয়্যার। এটা দিয়ে খুব সহজেই কার্সর সরানো যায়। এটা মাউসের ৩০% স্পিড বাড়ায়।

MultiMon Taskbar

MultiMon Taskbar

এটাতে ইউনিক টাস্কবার রয়েছে যা দিয়ে মাল্টি স্ক্রিন খুব সহজেই অপটিমাইজড করা যাবে। এছাড়াও মাল্টি ক্লিপবোর্ড রয়েছে  যা দিয়ে মাল্টি ডিসপ্লেতে কাজ করা যাবে। নেটওয়ার্ক কম্পিউটারে ব্রিজের মত কাজ করবে।

 

আপনি কি মাল্টি মনিটর ব্যবহার করেন? নাকি করবেন? আপনার মতামত জানান।

Leave a Comment