PTC! PTC! করে আপনার মেধা শেষ করবেন? না কি মজার মজার কিছু শিখবেন? সঙ্গে আয়ও করবেন।

আমার এই লেখাটি নতুনদের জন্য যারা অভিজ্ঞ তাদের কাছে আমার সালাম এবং শ্রদ্ধা রইল। Tutorialbd-এর প্রতি আমরা কৃতজ্ঞতা রইল। কারন আমরা Tutorialbd থেকে অনেক কিছু পেয়েছি। তাদের প্রতি আমার শ্রদ্ধা যারা এমন একটি সাইট তৈরি করেছেন।

অনলাইনে ইনকাম করা যায় অনেকে শুনেছেন কিন্তু কখনো নিজে করেছেন? হ্যাঁ এবার নিজেই করবেন। আমাদের দেশের অধিকাংশ ছাত্রদের পরালেখা চালিয়ে নেওয়ার মূল সম্বল হল Tuition বা Outsourcing ।

আউটসোর্সিং কী?

null

কোন একটি প্রতিষ্টানের কাজ বাহিরের কাউকে দিয়ে করিয়ে নেওয়াকে বলা হয় আউটসোর্সিং। আমাদের দেশে আউটসোর্সিং-এর কাজ করে অনেকেই আত্ননির্ভরশীল। আউটসোর্সিং সম্বন্ধে যারা একেবারেই জানেনা তারা আমার আউটসোর্সিং রিলেটেড লেখাটি পড়ুন বা এখানে আউটসোর্সিং রিলেটেড অনেক লেখা আছে সেগুলো পড়ুন। যারা কিছু কিছু জানে তাদের জন্য এই লেখাটি। আউটসোর্সিং নামটা আসলে প্রথমেই মনে আসে oDesk-এর কথা। কিন্তু এ সাইটে কাজ পেতে হলে অনেক অপেক্ষা করতে হয় এবং অনেক অভিজ্ঞতা লাগে। এই জন্য ছোট ছোট কিছু সাইটে কাজ করে অভিজ্ঞতা বাড়ানোই বুদ্ধির কাজ। অভিজ্ঞতাও হলো ইনকামও হল। এমন কয়েকটা সাইটের নাম নিচে দেওয়া হল ।

Gigspal:

Gigspal এতে Registration করতে এখানে ক্লিক করুন।

Microworkers:

Microworkers  এতে Registration করতে এখানে ক্লিক করুন

Minuteworkers:

Minuteworkers এতে Registration করতে এখানে ক্লিক করুন

Minijobz:

Minijobz এতে Registration করতে এখানে ক্লিক করুন

এখানে কাজের জন্য অপেক্ষা করতে হয়না। এখানে ছোট ছোট অনেক কাজ আছে। যেমনঃ Facebook like, Youtube like, twitter like,book marking, forum posting, article writing, download and install, signup, email submit, ইত্যাদি।

এখানে 0.5$ থেকে 3$ পর্যন্ত দামের কাজ আছে। Alertpay, PayPal, Money bookers, ইত্যাদির মাধ্যমে টাকা প্রদান করে আর যেহেতু বাংলাদেশে এখন AlertPay আছে সুতরাং টাকা Cash করতে টেনশন করতে হবেনা। আপনার AlertPay অ্যাকাউন্ট না থাকলে এখানে ক্লিক করে একটি অ্যাকাউন্ট খুলে নিন। ও হ্যাঁ AlertPay-এর অ্যাকাউন্ট category-তে তিনটি option আছে। আপনি অবশ্যয় personal pro টি select করবেন। তাহলে আপনি কিছু সুবিধা পাবেন। সমস্যা হলে আমাকে ফোন করতে ভুলবেননা।

আপনি কোন কাজ না বুঝলে এখানে (টেকস্পেটে) বলুন এখানে অনেক অনেক অভিজ্ঞ ভাইয়েরা আছেন।

কেউ Captcha entry- এর কাজ করতে চাইলে আমার এই লেখাটি পড়ুন। এখানে বিড করতে হয়না। ২৪ ঘন্টা কাজ করতে পারবেন স্বাধীনভাবে।

এখন আসি Tuition -এর বিষয়ে। একজন ছাত্রের জন্য অন্য আরেকটি সম্বল হল Tuition ।

কিন্তু ছাইলেই কি Tuition পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর সবারই জানা। একটা টিউশনি পেতে কত ঝামেলা যে পোহাতে হয় সেটা সবারই জানা। অনেক সময় দেখা যায় টিউশনি খুজতে খুজতে নিজের পড়ালেখার অবস্থা খারাপ হয়ে যায়। আমার কথাই বলি ভাই আমি যখন প্রথম ঢাকায় আসি তখন (অনেক ঝামেলা পোহাতে হয়েছে ভাই সে সব বলছিনা) হন্য হয়ে টিউশনি খুজতেছিলাম। কিন্তু কিভাবে খুজি? আমার তো আর পরিচিত কেউ নেই। থাকলেও সে আমার জন্য টিউশনি খুজবে? নাকি নিজের জন্য খুজবে? টিউশনির চিন্তায় চিন্তায় পড়ালেখার অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে। তখন মাথায় একটা সাধারন বুদ্ধি আসলো। কম্পিউটার কম্পোজ করে “পড়াতে চাই” নাম দিয়ে একটা লিফ্লেট বের করলাম। তারপর বেশ কয়েকটা কপি করে জায়গায় জায়গায় লাগালাম। ঘন্টা পাঁচেক পরে গিয়ে দেখি লিফ্লেট গুলো আর দেখা যাচ্ছেনা। আচ্ছা বলুনতো কেন দেখা যাচ্ছেনা? হা, হা, ছোট্ট লিফ্লেটটার উপর যদি ইয়া বড় বড় নেতা/মন্ত্রীর ব্যানার লাগানো হয় দেখা যাবে কেমনে? আমার সমস্ত খরচ তো গেলই সঙ্গে কষ্টটাও বৃথা। ছাত্রদের এমন কত রকম কষ্টযে করতে হয়!

যাক ওসব কথা। এবার আসল কথায় আসি। একজন ছাত্রের জন্য টিউশনি, মেস, রুমমেট, সাবলেট, ইত্যাদির ব্যাবস্থা করে থাকে এমন একটি সাইটের ঠিকানা আমি আপনাদের দিচ্ছি।

সাইটটিতে ঘুরে আসতে এখানে ক্লিক করুন।

 

 

20 thoughts on “PTC! PTC! করে আপনার মেধা শেষ করবেন? না কি মজার মজার কিছু শিখবেন? সঙ্গে আয়ও করবেন।”

      1. সারোয়ার হোসেন শাহান

        আমি Gigspal.com এ Account Create করেছি। কিন্তু আমি কাজ করতে পারছি না। কিভাবে কাজ করতে হয় এব্যাপারে আমাকে সাহায্য করলে খুব উপকৃত হব।

      1. সাইফুল ইসলাম

        ভাইয়া, আমি Micro workers তে একাইন্ট করতে পারিছি আমাকে Your IP address is already in use. We can not accept your registration using the same IP address as another user. এই লেখাটি দেখাচ্ছে কি করতে পারি। আমি রবি নেট ব্যবহার করি।

  1. Nice post. Thank you. কিন্তু এগুলা কি trusted site? েকান কোন থেকে টাকা পাওয়া গেছে, এটা prooved? আমি যতদূর জানি Minijobz আগে টাকা দিলেও এখন দেয় না। আর Captcha entry totally SCAM.

  2. ভাই, আমি Micro workers তে একাইন্ট করতে পারিছি আমাকে Your IP address is already in use. We can not accept your registration using the same IP address as another user. এই লেখাটি দেখাচ্ছে কি করতে পারি। আমি রবি নেট ব্যবহার করি।

  3. baiya ami minut workers and microworkers e oonek try kortesi but 1ta e, kotha j, u’r IP Address Already in used… ami ki korte pari,,
    R ami AIRTEL & BANGLALINK er NET use kori. Please vaiya amy janaben….

  4. Hello, microworkers-a account kulte opera brower beboher korun otoba apnar brower IP chance koron . ai site golote kokhonoy account kulben na karon agulo kototuku burosar seta amader jana nei ag-e valovave janun tarpor join korun. kintu agulor modde microworkers taka dileo akane kaj korte onek vejal hoy jemon apni akta sinup-er kaj korben ar jonno apnake 3min somoy abong 0.10 dollar deoya hobe. akon sinup korte apnake oi site jete hobe tarpor sinup kore email account-e duke oikan tuke varifiy kore tarpor login korben. atoshop kore tar por jokon upnar kaj submit korben tokon beshibak shomoy aste pare “this job is currently not runing” to shopkichu mile apnar pondoshorom holo tachara apnar aier ar teke bei-e beshi hobe. sutorang ashob site kaj na korai balo.
    Thankyou
    Call me: 01737589377
    or : +447937415422

  5. আমাদের দেশে মনে হয় না, পিটিসি ব্যবসা আর বেচে আছে। ….. কত্ত মানুষরে যে মেরে খাইলো এই ধান্ধার ব্যবসা টা . . . .

Leave a Comment