এপ্রিলে LG এর নমনীয় ই-পেপার ডিসপ্লে ইউরোপে রিলিজ হচ্ছে

কেমন হয় যদি এমন একটি ই-বুক রিডার থাকে যা আসলে বইয়ের মত ভাজ করে রাখা যাবে? অথবা এমন একটি ডিসপ্লে  যা নিচে পড়লেও তেমন কোন সমস্যা হবে না বা এতই চিকন রিডার যা বহন করতেও তেমন সমস্যা হবে না! হ্যা এমনি একটি ই-বুক রিডার তৈরি করেছে এলজি।

এলজি ইলেক্ট্রনিক পেপার ডিসপ্লে (EPD) প্রোডাক্ট আগামী মাসে ছাড়ার ঘোষণা দিয়েছে।

এটা ৬ ইঞ্চি ১০২৪x ৭৬৮ ই-ইঙ্ক প্লাস্টিক স্ক্রিন। ০.৭mm চিকন, ওজন ১৪গ্রাম এবং দেড় মিটার উপর থেকে পড়ে গেলে কোন স্ক্যাচ পড়বে না এমন কথাই জানিয়েছে এলজি।

LG flexible e-paper

সব চেয়ে বড় সুবিধা নমনীয়তাঃ এলজি দাবি করে সেন্টার থেকে ৪০ ডিগ্রী ভাজ করা যাবে।

এলজি মোবাইল ডিভিশনের প্রধান Sang Duck Yeo বলেন, বিশ্বের প্রথম প্লাস্টিক ইপিডি, এলজি ডিসপ্লে আবারো প্রমান করলো নতুন প্রডাক্টের জনপ্রিয়তা যা ই-বুক মার্কেটকেও জনপ্রিয় করে তুলতে সাহায্য করবে।

আমেরিকাতে কবে রিলিজ হবে সে বিষয়ে এলজি মুখ না খুললেও জানিয়েছে ইপিডি প্রথম সাপ্লাই হবে চায়নার ODM কোম্পানীতে এবং সাথে ইউরোপেও এপ্রিলে তা রিলিজ হবে।

Leave a Comment