ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল পাঁচঃ ওয়েব সার্ভারে ডাটাবেজ তৈরীর মাধ্যমে ওয়ার্ডপ্রেস সেটআপ!

ব্লগিং সিএমএস হিসেবে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা এখন তুঙ্গে সেটা বলার অনেক্ষা রাখে না। চাইলেই আপনিও এইচটিএমএল, সিএসএস শিখে নিয়ে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন। তবে, ভাল করতে হলে আপনাকে অবশ্যই পিএইচপি এবং মাইএসকিউএল-ও জানতে হবে। এখন কথা হল, আপনি দুই ভাবে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন। ১. লোকাল কম্পিউটারে, মানে আপনার পিসিকেই ওয়েব সার্ভার হিসেবে ব্যবহার করার মাধ্যমে, এবং ২. রিমোর্ট/ওয়েব সার্ভারে, মানে ইন্টারনেট লাইন ব্যবহার করে। রিমোর্ট সার্ভারে আবার দু’ভাবে সেটআপ করতে পারবেন, ক) সরাসরি স্বয়ংক্রিয় সিএমএস সফটওয়্যার প্যালেন থেকে, খ) ম্যানুয়ালি ডাটাবেজ তৈরী করে।

গত পর্বে দেখিয়েছি কিভাবে সরাসরি স্বয়ংক্রিয় সিএমএস সফটওয়্যার প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়ে। আর তাই, ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক পর্বের আজকে আপনাদের দেখবো কিভাবে আপনি রিমোর্ট/ওয়েব সার্ভারে ম্যানুয়ালি ডাটাবেজ তৈরী করে ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন…

১. আপনার হোস্টিং সি-প্যানেল এ ব্রাউজ করুন। আপনার সি-প্যানেল ঠিকানা হবে cpanel.yourdomain.com। yourdomain.com এর জায়গার আপনার ডোমেইন এর নাম লিখুন। আবার নিচের মতো পেজ আসবে(ফ্রী হোস্টিং হলে লগিন পেজের চেহারা অন্যরকম হতে পারে)। সেখানে আপনার ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন এ ক্লিক করুন।

২. সি-প্যানেল হোম পেজ থেকে মাউস স্ক্রল করে নিচের দিকে আসুন। তারপর সেখানের Files থেকে File Manager ক্লিক করুন। নিচের ইমেজ এর মতো…

File Manager ক্লিক করুন

৩. ফাইল ম্যানেজার পপ-আপ বক্স আসলে সেখানে থেকে Public FTP Root (public_html) সিলেক্ট করুন, তারপর Document Root For: থেকে আপনার ডোমেইন সিলেক্ট করে নিচের থেকে Go বাটনে ক্লিক করুন। নিচের ইমেজটি দেখুন…

পাবলিক ডিরেক্টরিতে প্রবেশ

৪. Go তে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে আপনি public_html পেজটি পাবেন। সেখানে থেকে New Folder এ ক্লিক করে নতুন একটি ডিরেক্টরি তৈরী করে নিন যেখানে আপনি ওয়ার্ডপ্রেস সেটআপ করবেন। আমি এখানে Test নামে ফোল্ডার করেছি। নিচের ইমেজটির মতো…

পাবলিক ডিরেক্টরি থেকে আপনার ফোল্ডার তৈরি

৫. Test ফোল্ডারটিতে প্রবেশ করুন এবং Test ফোল্ডারে ওয়ার্ডপ্রেস সিএমএস-টি আপলোড করার জন্য Upload লিঙ্কে ক্লিক করুন…

আপলোড আইকনে ক্লিক করুন

৬. আবার ওয়ার্ডপ্রেস সিএমএস ফাইলটি আপলোড করতে Choose File এ ক্লিক করুন…

Choose File ক্লিক করুন

৭. আপনার হার্ডডিস্ক থেকে ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটি Open করুন…

ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটি Open করুন

৮. এবার আপলোড শুরু হবে…

ওয়ার্ডপ্রেস আপলোড শুরু

৯. আপনার নেট স্পিড ভাল হলে কিছুক্ষনের মধ্যে আপলোড শেষ হবে…

ওয়ার্ডপ্রেস আপলোড সাকসেস

১০. এবার ওয়ার্ডপ্রেস ফাইলটি সিলেক্ট করে Extract (আনজিপ) ক্লিক করুন…

ওয়ার্ডপ্রেস Extract (আনজিপ)

১১. Extract (আনজিপ) পপআপ আসলে Extract File(s) ক্লিক করুন…

Extract (আনজিপ) পপআপ

১২. Extract (আনজিপ) হয়ে গেলে উইন্ডোটি Close করুন…

Extract (আনজিপ) উইন্ডোটি Close করুন

১৩. এবার দেখুন আপনার public_html/yourdirectoryname এই ঠিকানায় ওয়ার্ডপ্রেস আনজিপ হয়ে গেছে। আনজিপ হলে নিচের মতো ফাইলগুলো পাবেন…

ওয়ার্ডপ্রেস আনজিপ

১৪. এবার আপনার ওয়ার্ডপ্রেস ইউআরএল-টি ব্রাউজ করুন… আমার ইউআরএল www.rangpursource.com/test ব্রাউজ করে নিচের পেজটি আসবে। Create a Configuration File এ ক্লিক করুন…

ওয়ার্ডপ্রেস Configuation

১৫. Let’s go! ক্লিক করুন…

Let’s go! ক্লিক

১৬. এবার যে পেজটি আসবে সেখানে আপনাকে ওয়ার্ডপ্রেস ডাটাবেস, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড এবং ডাটাবেস হোস্ট দিতে বলবে। বাই ডিফল্ট ডাটাবেস হোস্ট নাম localhost. কোন পরিবর্তন না করে এটাই রাখবেন। কিন্তু আপনাকে এখন অবশ্যই ডাটাবেস তৈরী করতে হবে এবং এটাও মেনুয়ালই-ই করতে হবে যদি ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে চান। পরের স্টেপ দেখুন…

১৭. আপনার হোস্টিং হোম পেজের Databases সেকশন থেকে MySQL databases এ ক্লিক করুন…

Mysql Database ক্লিক

১৮. পরের পেজে Create New Database এ আপনি যে নামে ডাটাবেস তৈরী করতে চান সেটা লিখুন। যে নামটি লিখবেন সেই নামে একই ডাটাবেস যেন আগে তৈরী করা না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। এবার Create Database ক্লিক করুন…

Create Database ক্লিক

১৯. ডাটাবেস তৈরী হয়ে গেলে Go Back করুন…

Go Back করুন

২১. MySQL Database হোম দেখুন আপনার সদ্য তৈরী ডাটাবেসটি যুক্ত হয়ে গেছে…

সদ্য তৈরী ডাটাবেসটি যুক্ত

২০.MySQL Database হোম থেকে এবার MySQL User যুক্ত করতে হবে। নিচের মতো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে Create User ক্লিক করুন…

MySQL User যুক্ত করা

২১. ইউজার তৈরী হয়ে গেলে আবার Go Back করুন…

Go Back করুন

২২. এবার সদ্য তৈরী করা ইউজার- টিকে কিছুক্ষন আগে তৈরী করা ডাটাবেসে যুক্ত করতে হবে। User এবং Database সিলেক্ট করে Add ক্লিক করুন…

Database এ User যুক্ত করা

২৩. এবার ইউজার আপনার ডাটাবেসের কোন কোন ডাটা একসেস করতে পারবে তা নির্ধারন করে দিন। এক্ষেত্রে সবগুলো চেক বক্সই চেক করে দিন অথবা All PRIVILEGES সিলেক্ট করে নিচের Make Changes ক্লিক করুন…

ডাটাবেসে ইউজার একসেস দেয়া

২৪.এবার আপনার তৈরী করা ডাটাবেসে ইউজার যুক্ত হয়ে যাবে…

User এবং ডাটাবেস যুক্ত হওয়া

২৫. এবার আপনার ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে (public_html/yourdirectoryname) চলুন। সেখানে থেকে ওয়ার্ডপ্রেস wp- config-simple.php কনফিগারেশন ফাইলটি সদ্য তৈরী করা ডাটাবেস এবং ইউজার নাম দিয়ে এডিট করতে হবে। wp- config-simple.php ফাইলটি সিলেক্ট করে Code Editor ক্লিক করুন।

Code Editor ক্লিক

২৬. নিচের পপআপ বক্সটি ওপেন হলে Edit ক্লিক করুন …

Edit ক্লিক

২৭ এবার নতুন একটি পেজে wp- config-simple.php ফাইলটি ওপেন হবে। সেখানে থেকে ডান পাশের উপরে থেকে Use text editor ক্লিক করুন এবং নিচের দেখানো লাইনগুলোতে লাল মার্ক করা জায়গায় আপনার তৈরী করা ডাটাবেস নাম, ডাটাবেস ইউজার নাম, ডাটাবেস পাসওয়ার্ড এবং ডাটাবেস হোস্ট নাম দিন। যেভাবে আমি স্টেপ ১৬ তে বলেছিলাম। নাম দেয়ার হয়ে গেলে ডান পাশের উপরে থেকে Save Changes চেপে ফাইলটি সেভ করুন।

ডাটাবেস তথ্য প্রদান এবং সেভ

২৮. তারপর আপনার public_html/yourdirectoryname ডিরেক্টরিটি রিফ্রেশ করুন।

২৯. এবার wp- config-simple.php ফাইলটির নাম পরিবর্তন করে wp-config.php করতে হবে। সেজন্য wp- config-simple.php ফাইলটি সিলেক্ট করে Rename এ ক্লিক করুন…

Rename ক্লিক করুন

৩০. নিচের পপআপ বক্সটি ওপেন হলে here: লিখার নিচের বক্সে wp-config.php লিখে Rename File ক্লিক করুন…

Rename File ক্লিক

৩১. দেখুন আপনার ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে wp- config-simple.php ফাইলটি রিনেম হয়ে wp-config.php হয়েছে।

ফাইল রিনেম সম্পন্ন

৩২. এবার আসুন ওয়ার্ডপ্রেস সেটআপ পেজে(yourdomain.com/yourwpdirectory)। ক্লিক Run the install…

Run the install ক্লিক

৩৩. নিচের পেজ আসলে সেখানে আপনার হোস্টিং প্যানেল থেকে তৈরী করা ডাটাবেস নাম, ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে নিচের পেজটি ফিলআপ করুন এবং শেষে Submit ক্লিক করুন…

তথ্য দিয়ে Submit ক্লিক

৩৪. সব কিছু ঠিক থাকলে নিচের পেজটি পাবেন। এখানে আপনার সাইট টাইটেল, ইউজার নাম, পাসওয়ার্ড দু’বার এবং ই-মেইল ঠিকানা দিন (আপনি ইউজার নাম এবং পাসওয়ার্ড বাই ডিফল্ট রাখতে পারেন)। এবার Install WordPress ক্লিক করুন…

Install WordPress ক্লিক

৩৫. কিছুক্ষনের মধ্যে ওয়ার্ডপ্রেস ইন্সটল শেষ হবে এবং নিচের মতো সাকসেস বার্তা দিবে। সাথে লগিন ইনফরমেশন দিবে। Log In ক্লিক করুন।

Log In ক্লিক

৩৬. লগিন পেজ আসলে আপনার ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন…

লগিন পেজ

৩৭. লগিন সাকসেস হলে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পেয়ে যাবেন।

ওয়েব সার্ভারে ডাটাবেজ তৈরীর মাধ্যমে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস সেটআপ টিউটোরিয়াল পর্ব এখানেই শেষ। পরবর্তিতে পোষ্ট আসছে পুরো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি পর্ব নিয়ে।

সেই প্রত্যাশায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। 🙂

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল

1 thought on “ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল পাঁচঃ ওয়েব সার্ভারে ডাটাবেজ তৈরীর মাধ্যমে ওয়ার্ডপ্রেস সেটআপ!”

  1. ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের মধ্যে এই পর্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব বলে মনে করি। কারন নতুন যে কোন ব্যক্তি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গিয়ে একটু হলেও ঝামেলায় পড়ে।

Leave a Comment