৩ টি অ্যান্ড্রয়েড অ্যাপস যা আপনাকে অলিম্পিক ২০১২’র সাথে সংযুক্ত থাকতে সাহায্য করবে

আর মাত্র কটা দিন পর আসছে ২৭ জুলাই ২০১২ -তে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ক্রীড়া আসর সামার অলিম্পিক গেমস ২০১২।

হোস্ট সিটি লন্ডন স্বতঃস্ফুর্তভাবে স্বাগত জানাচ্ছে সারা পৃথিবী থেকে আগত দশ হাজার পাঁচ শত’র বেশি আথলেট সহ মিলিয়ন সংখ্যক দর্শককে। আর তাই আপনিও কি উড়াল দেবার প্লান করছেন লন্ডনে গিয়ে অলিম্পিক গেমস দেখার জন্য বা চাইছেন কর্মক্ষেত্রে থেকে নিজেকে আপডেটেড রাখতে। আপনি যদি লন্ডনে উড়াল দিয়ে যেতে না পারেন তাহলে টিউটোরিয়াল বিডি’তে আলোচিত ৩ টি অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশন আপনাকে কর্মক্ষেত্র থেকে অলিম্পিক এর সর্বশেষ খবর এবং ইভেন্ট সম্পর্কে জানতে সাহায্য করবে। তাহলে দেখে নিন অ্যাপস গুলো এবং সংযুক্ত থাকুন অলিম্পিক গেমস ২০১২’র সাথে।

১। লন্ডন অলিম্পিক সময় ২০১২ সূচি (London Olympics 2012 Schedule) :

তিনটির মধ্যে প্রথম অ্যাপসটি হলো লন্ডন অলিম্পিক সময় ২০১২ সূচি। রিলিজ হবার পর অ্যাপসটির বর্তমান রেটিং হল ৫ এর মধ্যে ৪.৫ ।
এই অ্যাপসটি অলিম্পিক ২০১২ ‘র সময়সূচী অনুযায়ী আপডেট নিউজ সরবরাহ করবে যার ফলে আপনি থাকবে আপ-টু-ডেট।
ব্যবহারকারীরা সময় সূচির উপর ভিত্তি করে বিভিন্ন ভেন্যু, স্থানীয় সময়, লাইভ নিউজ, ইভেন্টস বিভিন্ন ক্যাটাগরির তথ্য পাবেন। এছাড়া ব্যবহারকারী
স্থানীয় সময়ের উপর ভিত্তি করে নির্দিষ্ট খেলার জন্য রিমাইন্ডার সেট করতে পারেন। আপ্লিকেশনটির আছে একটি আকর্ষনীয় লুক যা আপনি দ্রুত পছন্দ করবেন।

অ্যাপস সম্পর্কিত তথ্যঃ

  • মূল্যঃ  ফ্রি
  • আকারঃ ১.৬ মেগাবাইট
  • সমর্থিত অপারেটিং সিস্টেমঃ  Android 2.2 and up

২। লন্ডন ২০১২ জয়েন ইন অ্যাপ (London 2012 Join In App) :

এটি হলো অ্যান্ড্রয়েড এর জন্য অফিসিয়াল অলিম্পিক অ্যাপস। অলিম্পিক এর ওপেনিং থেকে ক্লোজিং অনুষ্ঠান সহ অলিম্পিক এর প্রায় সব ফিচারই এতে আছে। এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলে এটির মাধ্যমে অলিম্পিক  এর বিভিন্ন বিষয় বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারবেন। এটি উচ্চ ডাটা সমৃদ্ধ অ্যাপ্লিকেশন যা আপনার ফোনে ইন্সটলেশনের জন্য ৬০ থেকে ৮০ মেগাবাইট জায়গা ফাঁকা থাকতে হবে।

অ্যাপস সম্পর্কিত তথ্যঃ

  • মূল্যঃ  ফ্রি
  • আকারঃ ৪ মেগাবাইট
  • সমর্থিত অপারেটিং সিস্টেমঃ  Android 2.2 and up
  • ডাউনলোড লিঙ্কঃ 

৩। অলিম্পিক ২০১২ (Olympic 2012) :

এই অ্যাপ্লিকেশনটি অলিম্পিক ২০১২’র বিভিন্ন ইভেন্টস, গেমস শিডিউল ইত্যাদির বিস্তারিত তথ্য প্রদান করবে।
যে কেউ ব্রাউজ করে অলিম্পিক ২০১২ সম্পর্কিত বিভিন্ন ডাটা ( যেমন – ডেইলি আপডেট, ভেনু, অংশগ্রহণকারী দেশের তালিকা সহ বিভিন্ন তথ্য) । ব্যবহারকারীরা তাদের পছন্দের ইভেন্ট এর জন্য রিমাইন্ডার সেট করতে পারবেন। এছাড়া অ্যাপসটি বেশ কয়েকটি ভাষাকে সমর্থন করে। এগুলো হল- ইংরেজি, ডাচ রাশিয়ান, ফ্রাঞ্চ, ইটানলিয়ান, জাপানিজ এবং কোরিয়ান।

অ্যাপস সম্পর্কিত তথ্যঃ

  • মূল্যঃ  ফ্রি
  • আকারঃ ৩.৬ মেগাবাইট
  • সমর্থিত অপারেটিং সিস্টেমঃ  Android 2.2 and up
  • ডাউনলোড লিঙ্কঃ 

1 thought on “৩ টি অ্যান্ড্রয়েড অ্যাপস যা আপনাকে অলিম্পিক ২০১২’র সাথে সংযুক্ত থাকতে সাহায্য করবে”

  1. ইদানিং বাংলাদেশে এনড্রয়েড ব্যবহারকারী বেড়েছে। পোস্টটি অনেকের কাজে লাগবে। চমৎকার পোস্ট লিখেছেন নাফিউর ভাই।

Leave a Comment