এখনো স্ট্যাটিক ওয়েব ভালবাসি কেন?

ওয়েব জগতে সিএমএসগুলো চলে এসে অনেক কিছুই সহজ করে দিয়েছে। মাইএসকিউএল ডাটাবেজ তৈরী করে ইনসার্ট, ইডিট, আপডেট ইত্যাদি কোয়েরি চালিয়ে সাইটে তথ্য ঢুকাতে হলে আর যাই হোক এত বেশি ডায়নামিক ওয়েব সাইটের দেখা মিলতো না। আমি নিজেও বেশ কয়েকটি ব্লগ ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী করা সত্ত্বেও এখনো বেশ কিছু সাইটের জন্য সহজ ডাটাবেজহীন এইচটিএমএল সিএসএস এর টেম্প্লেটকেই পছন্দ করি। ব্লগ বা পত্রিকার ওয়েবসাইট ছাড়া অধিকাংশ ওয়েবসাইটেই নির্দিষ্ট কিছু পাতা থাকে বড় জোর ১০ থেকে ৩০ টি পাতার সাইটের জন্য শুধু শুধু ওয়ার্ডপ্রেস বা জুমলা নিয়ে টানাটানি করতে চাই না। এর অবশ্য বেশ কিছু কারনও আছে।

১. বৈচিত্রঃ

প্রথম ও প্রধান কারন হলো সিএমএস বা ডায়নামিক ওয়েবে বৈচিত্র আনতে গেলে অনেক ঝামেলা করতে হয়। ছোট একটি ওয়েবসাইটেরসবগুলো পাতা একই রকমেরদরকার নাও হতে পারে সে ক্ষেত্রে এটি একটি সমস্যা। ধরা যাক আপনি একটি ওয়েবসাইটের কোন একটি পাতা বাম পাসে সাইডবার আরেকটি পাতায় ডান পাসে সাইড বা এবং আরেকটি পাতায় সাইডবারহীন করতে চান এর জন্য আপনাকে অনেক বেশি ঝামেলা পোহাতে হবে ওয়ার্ডপ্রেস বা জুমরার থিমে। অথচ স্ট্যাটিকে ফিরে যাওয়া এটা একটা সহজ সমাধান হতে পারে ।

ধরা যাক আপনি পোষ্টের ভেতরে কোন একটি ওয়েব ফর্ম বসাতে চান , বা কোন পিএইচপি কোড এক্সিকিউট করেত চান। তহরেও বিপত্তি সৃষ্টি হতে পারে।

২. লোডিং টাইমঃ

ডাটাবেজ ভিত্তিক ওয়েবে অনেক সময়ই এমন কিছু স্ক্রিপ্ট হেডার থেকে কল করা হয় যা সব পাতায় প্রয়োজন হয় না। বিশেষ করে জাভাস্ক্রিপ্টের বড় ফাইলগুলো প্রতি পাতার জন্য লোড হওয়া এবং বার বার ডাটাবেজের বিভিন্ন অংশ থেকে তথ্য কল করতেও সারভারের বেশ রিসোর্স এবং ক্লাইন্টের অনেক সময় অপচয় হয়।

৩. স্বাধীনতাঃ

স্ট্যাটিক সাইটে বেশ স্বাধীনতা আছে। কেউ যেমন ইচ্ছা তেমন করে সাজিয়ে নিতে পারবে তার ওয়েবসাইটটি। একটি পাতা আরেকটি থেকে আলাদা করা বা না করার ক্ষেত্রে বড় ধরনে ঝামেলা মুক্ত থাকা যায়। আর এটা ছোট কোন করপোরেট সাইটের জন্য বেশ দরকারী।

মিশ্র প্রক্রিয়াঃ

আমি অবশ্য একটি মিশ্র প্রক্রিয়াতে কাজ করে স্বাচ্ছন্দ বোধ করছি। তা হলো একই সাথে স্ট্যাটিক ও ডায়নামিক দুটি ইন্টারফেসের ব্যবহার। মূলতঃ বড় কোন তথ্য ভিত্তিক ওয়েবসাইটেই এটা করি। ডায়নামিক সাইটের মতো করেই স্ট্যাটিক পাতা তৈরী করে নেই এবং প্রয়োজনীয় বৈচিত্রময়তার জন্য স্ট্যাটিক ব্যবহার করে নেই। বিশেষ করে কোন একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের জন্য  ব্লগও দরকার হলে সাইটের পাতাগুলো স্ট্যাটিক এবং ব্লগটি একই ডিজাইনের ডায়নামিক করে কাজ করলে বেশি সুবিধা পাওয়া যাবে।

4 thoughts on “এখনো স্ট্যাটিক ওয়েব ভালবাসি কেন?”

  1. আমিও স্ট্যাটিক সাইটই বেশি পছন্দ করি কম পেইজের সাইটগুলোর জন্যে… তবে স্ট্যাটিক পেজ এ প্রফেশনাল লুক দিতে হলে বেশ খাটতে হয়…

  2. বিশ্বদীপ রায়

    ডাটাবেস ওয়েব সাইট বানানো শিখতে চাই। ভালো বাংলা tutorial’এর সন্ধান চাই।

Leave a Comment