ফটোশপে ধাতব স্টাইলে টেক্সট ইফেক্ট তৈরি

ফটোশপ এর লেয়ার স্টাইল নিয়ে ধারাবাহিক ভাবে লিখতে শুরু করেছি। এই যাবত দুইটা লিখে ফেলেছি। দুইটাই 3D আর ব্যাপক সিম্পল। তাই এইবার একটু Metal Style নিয়ে লিখে, হিজিবিজি এর কাজ করি কি বলেন? যাই হোক আজকের প্রজেক্টটি করার জন্য আমি Planet Kosmos ফন্ট ব্যাবহার করেছি। আপনাদেরও করার জন্য পরামর্শ জানাচ্ছি।

১. নিচের মত সাইজ নিয়ে একটা নতুন ডকুমেন্টই নিন।

২. এবার 5d5d5d রং দিয়ে ফীল করুন। এবং পছন্দ অনুযায়ী টেক্সটা যোগ করুন।

<!–

৩. স্টাইল শুরু

বরাবর যেমন বলে থাকি এই বারো বলছি সবার আগে Gradient Opacity গিয়ে আপনি আপনার রং ঠিক করুন। নিচের স্কিনসট লক্ষ্য করুন এখানে আমি সাদা ও #585858 (ধূসর) রং ব্যাবহার করেছি। এইখানে নিচের দক্ষতা কাজে লাগান। একেবারে সেইম সেইম না হালেও সমস্যা নাই।

পরের কাজ হল Inner Shadow তে গিয়ে সূক্ষ্ম একটা 3D ভাব তৈরি করা। (যদিও এটা একটা রং হিসেবে এইখানে ব্যাবহার করছি)

Bevel and Emboss যান এইখানেই শুরু হচ্ছে মূল 3D এবং মূল গ্লেস প্রদান। নিচের স্কিনসট লক্ষ্য করুন।

Satin যান, এটা আপনার প্রজেক্ট এর মাঝে একটা ধূসর রং প্রদান করে সাইটে গ্লেস গুলোকে বোল্ড করবে।

এই স্টাইলে Drop Shadow ব্যাবহার করা আর না করা আপনার রুচির ব্যাপার।

তাহলে আপনার ফাইনাল অবস্থা

সোর্চ ফাইল ডাউনলোড

2 thoughts on “ফটোশপে ধাতব স্টাইলে টেক্সট ইফেক্ট তৈরি”

  1. এটা কি সত্তিই 3D। দেখে তো মনে হচ্ছে না । ২/৩ তা effect দিলেই কি 3D হয়ে যায় ?
    আমার কাছে মনেই হচ্ছে না এটা কোন 3D project…

    ধন্যবাদ আপনাকে ।

Leave a Comment